কলকাতা: রাস্তাতেই ২ রাত পার, এখনও শর্ত মানেনি সরকার। অবস্থানে   অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আজও স্বাস্থ্য ভবনের সামনে বলে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররাও। 


কিন্তু সরকারের প্রস্তাব কেন মানা যাবে না? কী জানালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা? আন্দোলনরতদের মধ্যে একজন কিঞ্জল নন্দ বলেন, 'সরকারের প্রস্তাব মেনে বৈঠক করা অসুবিধাজনক। বন্ধ ঘরে কী করে আলোচনা করব? আমরা খোলা মনে, জনতার সামনে আলোচনা চাই।'


আন্দোলনকারী ডাক্তাররা শেষ যে চিঠি জানিয়েছিলেন শর্তগুলি জানিয়ে। সেখানে অন্যতম ২টি বিষয়ের কথা বারবার জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। তাঁদের দাবি, অন্তত ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে হবে প্রশাসনকে। এর কারণও স্পষ্ট জানিয়েছেন তাঁরা। ডাক্তাররা জানিয়েছেন,এই আন্দোলনে বহু ডাক্তারি প্রতিষ্ঠান জড়িয়ে রয়েছে। প্রতিটি থেকে যদি ১ জন করেও প্রতিনিধি রাখতে হয়। তাহলে ৩০ জনের মতো প্রতিনিধি কমিটিই তৈরি হবে। এর পাশাপাশি, আরও একটি বিষয়ের কথা বলা হয়েছে। আন্দোলন ডাক্তারদের দাবি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য প্রশাসনের সঙ্গে যে মিটিং হবে সেটি লাইভ টেলিকাস্ট করতে হবে। কারও মধ্যে যাতে কোনওরকম ভুল বোঝাবুঝি না হয়, পুরো বিষয়টিই যাতে একেবারে স্বচ্ছ থাকে তার জন্যই গোটা মিটিং লাইভ টেলিকাস্ট করার দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু সরকার এখনও পর্যন্ত ২ বার মিটিংয়ের জন্য ই-মেল করলেও জুনিয়র ডাক্তারদের শর্ত মেনে নেওয়া হয়নি। সিনিয়র ডাক্তারদের তরফে প্রশ্ন, এর আগে বহু মিটিং মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করেছেন। কিন্তু এবার কেন প্রশাসন রাজি হচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয়েছে। সিনিয়র ডাক্তারদের দাবি, তাঁরা জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছেন। যদি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক পদক্ষেপ করা হয়, তাহলে তার প্রতিবাদস্বরূপ সিনিয়র ডাক্তাররাও আউটডোর পরিষেবা বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।


এরই মধ্যে বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়া প্রসঙ্গে কড়া মন্তব্য করেছেন। 'রাজ্য় সরকার কাকে ছাড়বে, কাকে রাখবে, কাকে কোন পদে রাখবে, সেটা কি জুনিয়র ডাক্তাররা ঠিক করবে? জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য় সরকার ব্য়বস্থা নিতে পারে। এখনও ব্য়বস্থা নেওয়া হয়নি, সময় নেওয়া হচ্ছে, না হলে নিতে হবে,' একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বাবা-মার বয়স বাড়ছে? আর চিন্তা নেই, বিনামূল্যে স্বাস্থ্যবিমার নয়া সুযোগ হাতের মুঠোয়