RG Kar News: বৃহস্পতিবার নবান্নের পর আজ কালীঘাটের বৈঠক নিয়েও জটিলতা। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। কিন্তু বৈঠকের লাইভ স্ট্রিমিং নিয়ে ফের শুরু হয়েছে জটিলতা। সন্ধে ৬টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল। সাড়ে ৬টা নাগাদ পৌঁছন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। তবে বৈঠক এখনও শুরু হয়নি। এখনও লাইভ স্ট্রিমিংয়ে এখনও রাজি নয় সরকার। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বলেন, আজ দুপুরে ওখানে যাওয়ার পর তোমাদের তরফেই প্রস্তাব এসেছিল। তোমাদের চিঠিতে লাইভ স্ট্রিমিংয়ের কথা ছিল না। আমাদের চিঠিতেও ছিল না। গোটা মিটিংয়ের মিনিটস করে দেব। সই করে দেব। আমাদের তরফে একজন সই করব। তোমাদের তরফেও একজন সই করবে। গোটা মিটিংয়ের ভিডিও রেকর্ড করা হবে। তবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বৈঠকের ভিডিও রেকর্ডিংয়ের কথায় সায় দেননি তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টী বিচারাধীন। আজ ভিডিও রেকর্ডিং দিতে পারব না। আদালতের অনুমতি নিয়ে তোমাদের সঙ্গে বৈঠকের ভিডিও রেকর্ডিং শেয়ার করে দেব। বারংবার তাঁর প্রতি আস্থা, বিশ্বাস রাখার কথাও এদিন জুনিয়র ডাক্তারদের বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


এদিন মুখ্যমন্ত্রীকে জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বারবার বলতে শোনা যায়, 'তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে। কথা না বললেও ভিতরে এসো। এখানে জামাকাপড় আছে দিচ্ছি। তোমাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। ছাতা রয়েছে। কেন ভিজছ? কথা না বললেও ভিতরে এস, চা খেয়ে যাও।' বৈঠকের লাইভ স্ট্রিমিং প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে এও বলতে শোনা গিয়েছে, 'এখানে তো একটা নিরাপত্তার ব্যাপারও রয়েছে। তোমরা বুঝবে আশা করি। লক্ষ্মী ভাই-বোনেরা তোমরা ভিজো না। আমার সঙ্গে কথা না বলো, অন্তত একবার ভিতরে এসে চা খেয়ে যাও।'  


প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। আজ শনিবার দুপুরে স্বাস্থ্যভবনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে যান মুখ্যমন্ত্রী। তারপর এদিন বিকেলে মুখ্য সচিব মনোজ পন্থের তরফে জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে বসার আহ্বান জানানো হয়। সরকারের তরফে ১৫ জনের প্রতিনিধি দল প্রথমে যেতে বলা হলেও পরে বাড়ানো সংখ্যা। তুমুল বৃষ্টি মাথায় করেই কালীঘাটে পৌঁছন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। এখনও তাঁরা সেখানেই রয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি থেকে ইতিমধ্যেই মুখ্য সচিব এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। এখনও শুরু হয়নি বৈঠক। তাহলে কি আজও বৈঠক হবে না? মিলবে না রফাসূত্র? এই প্রশ্নই উঠছে।