কলকাতা: কন্য়া রাশিতে সবেমাত্র প্রবেশ করেছে সূর্য। এই জ্যোতিষ পরিস্থিতি ১২টি রাশির জাতক-জাতিকাদের উপরেই প্রভাব ফেলবে। ১৭ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে থাকবে সূর্য। কোন রাশিতে কেমন প্রভাব পড়বে?


মেষ- আপনার বন্ধু বাড়বে এবং আপনি তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পাবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই সামান্য সমস্যা হলেও চিকিৎসকের পরামর্শ নিন।  


বৃষ- সূর্যের রাশির পরিবর্তন আপনার জ্ঞান বৃদ্ধি করবে। কর্মজীবনে সাফল্য পাবেন। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন। আপনাদের মধ্যে ভালবাসা বাড়বে। সন্তানদের কাছ থেকে সুখবর পাবেন।


মিথুন- আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। সম্পদ ও সম্পত্তি পেতে পারেন। আপনি আপনার মায়ের কাছ থেকে সমর্থন পাবেন। গরিবদের সাহায্য করুন, তাঁদের খাদ্যদ্রব্য দিতে পারেন। 


কর্কট- এই এক মাসে আপনার ইচ্ছা অনুযায়ী কাজ না হলে হতাশ বোধ করতে পারেন। ভাই-বোনের কাছ থেকেও সাহায্য পাবেন না। আপনার মতামত প্রকাশে সমস্যা হতে পারে। 


সিংহ- সূর্যের গমন আপনার জন্য মিশ্র ফল দেবে। আপনার স্বভাবের পরিবর্তন আসবে। অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। 


কন্যা- সূর্যের এই চলন আপনাকে অনেক সুবিধা দিতে পারে। টাকা পাবেন, খ্যাতি পাবেন। প্রেমের সম্পর্ক মজবুত হবে। পরিবারের সদস্যরা কোনও বিষয় নিয়ে আলোচনায় জয়লাভ করতে পারেন। 


তুলা- এই মাসে খরচ বাড়বে। একটি বাজেট তৈরি করুন এবং সেইভাবে কাজ করুন। অনিদ্রার সমস্যা দূর হবে। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। ঘরে যাতে সূর্যের আলো আসে তা নিশ্চিত করুন। 


বৃশ্চিক- আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আপনার আয়ও বৃদ্ধি পাবে। এই ৩০ দিনে আর্থিক লাভের অনেক সুযোগ আসবে। যে কোনও ইচ্ছাপূরণ হতে পারে। আপনার কাজ সহজে হয়ে যাবে। 


ধনু- কর্মজীবনে সাফল্য পাবেন। 'সূর্য' আপনাকে উন্নতি দেবে। শাসন ​​সংক্রান্ত কিছু কাজ করা যেতে পারে। আপনার বাবার জন্যও সময় ভাল যাবে। 


মকর- ভাগ্যের সমস্যায় বিচলিত থাকতে পারেন। উদ্বেগ হতে পারে। অশুভ ফল এড়াতে ১৭ অক্টোবর পর্যন্ত কাউকে পিতলের জিনিস, গুড়, ঘি ইত্যাদি দান করবেন না। 


কুম্ভ- আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। কাজও ভালো হবে। কালো গরুর সেবা করলে উপকার হবে। 


মীন- অমীমাংসিত কাজ এখন শুরু হবে। উন্নতির পথ সহজ হবে। দাম্পত্য জীবনে প্রেম ও বিশ্বাস বৃদ্ধি পাবে। অভাবী কাউকে খাবার সরবরাহ করুন।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন, ইচ্ছে করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি! দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য? রিমান্ড লেটারে CBI-এর বিস্ফোরক দাবি                                                  
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে