কলকাতা: আইএসএলে অন্যতম ফেভারিট হিসাবে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। যারা এবার শক্তিশালী দল গড়েছে। ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে টুর্নামেন্ট। কবে অভিযান শুরু করছে লাল হলুদ শিবির? কবে কবে ম্য়াচ রয়েছে ইস্টবেঙ্গলের? টুর্নামেন্টের এখন পর্যন্ত যা সূচি প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলের খেলা কবে রয়েছে।


ডিসেম্বর পর্যন্ত আইএসএল ২০২৪-২৫-এর যে সূচি প্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী এই সপ্তাহের শেষে ১৪ সেপ্টেম্বর, শনিবার, বেঙ্গালুরু এফসি ঘরের মাঠে প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল এফসি-র। সেপ্টেম্বর ও অক্টোবরে তিনটি করে ম্যাচ রয়েছে তাদের। নভেম্বরে তারা দু’টি ও ডিসেম্বরে পাঁচটি ম্যাচ খেলবে। ২০২৪-এ বাংলার ফুটবলপ্রেমীরা তিনটি উত্তেজনাপূর্ণ কলকাতা ডার্বি উপভোগ করতে পারবেন। যার মধ্যে দু’টিই খেলবে লাল-হলুদ বাহিনী। ১৯ অক্টোবর ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট এবং ৯ নভেম্বর ইস্টবেঙ্গল এফসি ও মহমেডান এসসি একে অপরের মুখোমুখি হবে।  


ইস্টবেঙ্গল এফসি-র আইএসএল সূচি (২০২৪) 


১৪ সেপ্টেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি


২২ সেপ্টেম্বর- বনাম কেরল ব্লাস্টার্স


২৭ সেপ্টেম্বর- বনাম এফসি গোয়া (হোম)


৫ অক্টোবর- বনাম জামশেদপুর এফসি (বিকেল ৫.০০)


১৯ অক্টোবর- বনাম মোহনবাগান এসজি (হোম)


২২ অক্টোবর- বনাম ওড়িশা এফসি


৯ নভেম্বর- বনাম মহমেডান এসসি (হোম)


২৯ নভেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড (হোম)


৭ ডিসেম্বর- বনাম চেন্নাইয়িন এফসি


১২ ডিসেম্বর- বনাম ওড়িশা এফসি (হোম)


১৭ ডিসেম্বর- বনাম পাঞ্জাব এফসি (হোম)


২১ ডিসেম্বর- বনাম জামশেদপুর এফসি (হোম)


২৮ ডিসেম্বর- বনাম হায়দরাবাদ এফসি


 






আইএসএল ২০২৪-২৫-এর ম্যাচগুলি ১৩ সেপ্টেম্বর থেকে টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে। মোবাইল ফোনে জিও সিনেমা অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচের সম্প্রচার। আইএসএলের খেলাগুলি লাইভ স্ট্রিমিং করা হবে জিও সিনেমায় এবং টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে লাইভ সম্প্রচারিত হবে। ধারাভাষ্য হবে চারটি ভাষায় - ইংরেজি, হিন্দি, বাংলা এবং মালয়ালি।


আরও পড়ুন: শামি-সিরাজের মতোই... ভারতীয় দলের পরবর্তী সুপারস্টার পেসারকে বেছে নিলেন সৌরভ