Upcoming SUV: সেপ্টেম্বর মাসে পরপর বেশ কিছু বড় গাড়ি ভারতের বাজারে আসতে চলেছে। আর এই কারণে গাড়ির বিক্রিও এক ধাক্কায় অনেকখানি বাড়তে চলেছে এই মাসে। এর সঙ্গে সেপ্টেম্বরেই বহু সংস্থা তাদের নতুন গাড়ির মডেল বাজারে (Upcoming Cars) নিয়ে আসতে চলেছে। গ্রাহকরা বহুদিন ধরেই এই গাড়িগুলির জন্য অপেক্ষা করছেন। এই গাড়িগুলির (SUV Cars) মধ্যে রয়েছে ICE ভার্সনের মডেল, সিএনজি মডেল ইত্যাদি।  


এই নতুন গাড়ির লঞ্চ শুরু হতে চলেছে আগামীকাল ২ সেপ্টেম্বর থেকেই। এই গাড়িগুলির মধ্যে রয়েছে মার্সিডিজ মেব্যাক ইকিউএস, হুন্ডাই আলকাজার ফেসলিফট, এমজি উইন্ডসর ইলেকট্রিক ও টাটা নেক্সন সিএনজি।


Tata Curvv ICE


এই তালিকায় সবার প্রথমেই বাজারে আসতে চলেছে টাটা কার্ভ আইসিই। আগামীকাল ২ সেপ্টেম্বরেই বাজারে আসতে চলেছে এই গাড়িটি। সংস্থা ইতিমধ্যেই এই গাড়ির একটি বৈদ্যুতিন ভার্সন বাজারে নিয়ে এসেছে। আর তারপরে এই গাড়ির পেট্রোল ও ডিজেল ভার্সন বাজারে আসতে চলেছে। এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে ১১ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা। এর বেস ও মিড ভ্যারিয়ান্টে নেক্সনের ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে।


Mercedes-Benz Maybach EQS 680


মার্সিডিজ মেব্যাক ইকিউএস এই গাড়ির মডেলটিও বাজারে আসবে এই মাসেই। ৫ সেপ্টেম্বর বাজারে আসবে  মার্সিডিজের এই গাড়ির মডেল। গত বছর চিনের বাজারে এই গাড়ি লঞ্চ হয়েছিল। ভারতে মার্সিডিজের এই নতুন মডেল আর কিছুদিন পরেই বাজারে আসবে।


Hyundai Alcazar Facelift


আগামী ৯ সেপ্টেম্বর বাজারে আসবে হুন্ডাইয়ের এই আলকাজার ফেসলিফট গাড়ি। পেট্রোল ডিজেল দুটি পাওয়ারট্রেনের সঙ্গেই বাজারে আসতে চলেছে এই গাড়ি। ইতিমধ্যেই গাড়িটির বুকিং শুরু হয়ে গিয়েছে। মাত্র ২৫ হাজার টাকা দিয়েই এই গাড়ি বুকিং করা যাবে।


MG Windsor EV


সেপ্টেম্বর ১১ তারিখে এই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ করবে। এতে থাকবে একটি শক্তিশালী বৈদ্যুতিন মোটর যা কিনা ২০০ এইচপি শক্তি ও ৩৫০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এই এসইউভি লং ড্রাইভিং রেঞ্জ ও নতুন প্রযুক্তি নিয়ে আসবে। এই গাড়ির দাম হতে চলেছে ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা।


Tata Nexon CNG


তালিকায় সবার শেষে রয়েছে টাটা নেক্সনের সিএনজি মডেল। দীর্ঘ সময় ধরে এই গাড়ির টেস্টিং চালিয়েছে সংস্থা। এই মাসেই সম্ভবত লঞ্চ করতে চলেছে এই গাড়িটি। ২০২৪ সালের ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে এই গাড়ির প্রথম প্রদর্শনী হয়েছিল। তবে কবে বাজারে আসবে সেই তারিখ এখনও জানায়নি সংস্থা।


আরও পড়ুন: Flight Fare: বিপুল সস্তা হল বিমানের জ্বালানির দাম, এবার কি সস্তায় কাটতে পারবেন টিকিট ?


Car loan Information:

Calculate Car Loan EMI