কলকাতা: বিচারের দাবিতে 'রাত দখল', আয়োজকদেরই পুলিশের নোটিস। যৌথভাবে অপরাধমূলক কাজ সংগঠিত করার অভিযোগে FIR করা হয়েছে বলে অভিযোগ। রয়েছে জামিন অযোগ্য ধারাও। মোট ৩টি ধারায় আয়োজকদের বিরুদ্ধে FIR করা হয়েছে। 


কবে কোন কর্মসূচির জন্য নোটিস?
৪ সেপ্টেম্বর বেহালায় রাত দখল কর্মসূচি ছিল, সেই ঘটনায় ৫ আয়োজককে নোটিস পাঠানো হয়েছে।
১৯ সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে ৫ আয়োজককে নোটিস, ৭ দিনে ঠাকুরপুকুর থানায় তলব


কেন নোটিস?
রাস্তা আটকে প্রতিবাদ ও জাতীয় সড়ক আইনের ভিত্তিতে মামলা করা হয়েছে। যদিও আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশকে জানিয়েই কর্মসূচি নেওয়া হয়েছিল।  'পুলিশকে জানিয়েই সখেরবাজারে ৪ তারিখের রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল', ভয় দেখাতেই পদক্ষেপ পুলিশের, দাবি আন্দোলনকারীদের। '২ ঘণ্টার বেশি সময় ধরে জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছিল', সেই কারণেই পদক্ষেপ, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি পুলিশের।


বেহালার সখেরবাজারে রাত দখল কর্মসূচির আয়োজকদের নোটিস পাঠাল ঠাকুরপুকুর থানা। যেখানে জামিন অযোগ্য ধারা সহ ৩টি ধারায় FIR রুজু করা হয়েছে বলে আয়োজকদের দাবি। আন্দোলনকারীদের দাবি, পুলিশকে জানিয়েই বেহালার সখেরবাজারে ৪ তারিখের রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল। ভয় দেখাতেই এখন নোটিস পাঠিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, যেহেতু এটা জাতীয় সড়ক তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু, সেই রাত দখলের আয়োজকদের বিরুদ্ধেই এবার মামলা রুজু করল পুলিশ। এবার বেহালার সখেরবাজারে রাত দখল কর্মসূচির আয়োজকদের নোটিস পাঠাল ঠাকুরপুকুর থানা। যেখানে জামিন অযোগ্য ধারা সহ ৩টি ধারায় মামলা রুজু করল পুলিশ। 


৪ সেপ্টেম্বর অন্য জায়গার মতোই বেহালার সখের বাজারে রাত দখল কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আয়োজকদের দাবি, কর্মসূচির ১৫ দিন পর ১৯ সেপ্টেম্বর ৫ জন আয়োজককে ঠাকুরপুকুর থানার তরফে নোটিস পাঠানো হয়। বলা হয়, ৭ দিনের মধ্য়ে থানায় দেখা করতে হবে। আন্দোলনকারী আয়োজকদের দাবি, নোটিস দেখে তাঁরা জানতে পারেন, ৫ সেপ্টেম্বরে তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮৫ নম্বর ধারা অর্থাৎ যাতায়াতের পথে বাধা দেওয়া। 3(5) ধারা অর্থাৎ যৌথ ভাবে অপরাধমূলক কাজ সংগঠিত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, 8b ন্যাশনাল হাইওয়ে অ্যাক্টে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। 


আন্দোলনকারীদের দাবি, পুলিশকে জানিয়েই বেহালার সখেরবাজারে ৪ তারিখের রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল। তাদের আরও দাবি, ভয় দেখাতেই এখন নোটিস পাঠিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ২ ঘণ্টার উপর রাস্তা বন্ধ রাখা হয়েছিল। সেসময়ের সিসি ক্য়ামেরার ফুটেজ রয়েছে। পাশে হাসপাতাল, যেহেতু এটা জাতীয় সড়ক তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টালিগঞ্জের স্টুডিও পাড়ায় 'থ্রেট কালচার'! আত্মহত্যার চেষ্টা টলিউডের হেয়ার স্টাইলিস্টের, 'লড়াই' করার বার্তা সুদীপ্তার