কলকাতা : ফের পুজো কার্নিভাল বয়কটের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। জয়নগর, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পুজো কার্নিভাল বয়কটের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। 


এদিন তিনি বলেন, "আমি ৪০ বছর পুজোর সময় কলকাতায় যাতায়াত করেছি অন্তত। তাতে এ দৃশ্য কোনও দিন দেখিনি। মানুষ পুজো করেছে, উৎসব পালন করেনি। আবারও বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্নিভালটা হবে ...বর্জন করুন। যদি সত্যিকারে...আরজি কর থেকে জয়নগর...আপনার ভিতরটা একটু নড়ে গিয়ে থাকে...এতে কোনও রাজনীতি নেই। তাহলে আপনি বর্জন করুন। একটা মেসেজ আপনি দিন। জ্যান্ত উমাদের আমরা রক্ষা করতে পারছি না  ...মানুষ আজ এই প্রশ্নটা তুলছে যে জ্যান্ত উমারা রক্ষা পাচ্ছে না। এই মেয়েটার কী অপরাধ ছিল ? ৩১ বছরের মেয়ে। একটা ইয়ং প্রমিসিং ডক্টর। ৯ বছরের বাচ্চা জয়নগরের...তার অপরাধটা কী ছিল ? তাকালেই দেখবেন মানুষের সেই উচ্ছ্বাস নেই। আমি সর্বত্র বলেছি, আমরা অকাল দীপাবলি পালন করব। যেদিন ধর্ষকদের ভারতবর্ষে বিচারব্যবস্থা সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে।"


প্রতিবছরের মতো এবারও কলকাতায় পুজোর কর্নিভালের (puja carnival) আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। আগামী ১৫ অক্টোবর এবার পুজোর কার্নিভাল হবে বলে আগে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বছরের মতো এবারও মূলত কলকাতা এবং শহরতলির একশোটির বেশি পুজো কমিটি এবার যোগ দেবে এই কার্নিভালে । সুসজ্জিত শোভাযাত্রায় নাচে-গানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হবে এই কার্নিভালে । ইতিমধ্যে রেড রোড জুড়ে কার্নিভালের শেষ লগ্নের প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক বেশি সংখ্যক বিদেশি দর্শক উপস্থিত থাকবেন এবার রেড রোডে কার্নিভালে ।


এর মাঝেই শনিবারই পুজোর কার্নিভালের দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'(droho Karnival)-এর ডাক দেওয়া হল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের (joint platform of doctors)। আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। আগামী ১৫ তারিখ বিকাল চারটের সময় রানি রাসমণি অ্যাভিনউ-তে 'দ্রোহের কার্নিভাল'ডাক দিয়েছে তারা। কলকাতায় পুজোর কার্নিভ্যালের দিন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের দ্রোহের কার্নিভালের এই আহ্বান নতুন করে বিতর্কের সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।