মাথাভাঙা: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহারে দাঁড়িয়ে বলেছিলেন, বিরোধী আঙুল উঠলে তা ভেঙে দেওয়া হবে। বাস্তবে দেখা গেল, সেই উদয়ন গুহর জেলাতেই আর জি কর (RG Kar Case) কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবি চেয়ে আন্দোলন চলাকালীন হামলা চলল আন্দোলনকারীদের ওপরই।


নেতাদের হুঁশিয়ারি ছিলই। কোচবিহারের মাথাভাঙায় 'রাত দখলে' হামলা চালানো হল! তৃণমূলের বিরুদ্ধে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। রাস্তায় আলপনা আঁকার সময় সবকিছু মুছে শিল্পীদের উপর হামলা চালানোরও অভিযোগ উঠেছে। ক্যামেরায় সাফ ধরা পড়েছে যে, রাস্তার ওপর গ্র্যাফিটির মতো করে 'উই ওয়ান্ট জাস্টিস' লিখেছিলেন আন্দোলনকারীরা। সেই লেখা মুখে দেওয়া হচ্ছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


যাদের ওপর হামলা চালানো হয়েছে, তাঁরা নিরস্ত্র তো ছিলেন বটেই, তাঁদের হাতের ছিল না কোনও রাজনৈতিক দলের পতাকা। তাঁদের মুখে কোনও স্লোগানও ছিল না। কেন তাঁদের ওপর হামলা চালানো হল, বুঝে উঠতে পারছেন না কেউই। সব মহলে শুরু হয়েছে ঘটনার তীব্র নিন্দা।


শিল্পীদের সপাটে চড় মারে দুর্বৃত্তরা। হামলার হাত থেকে রেহাই পাননি প্রবীণরাও। শিল্পী সমীর আইচ ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, 'আঁকার ওপর, ছবির ওপর চুনকালি মাখানো হয়নি। হয়েছে তাদের নেত্রীর ওপর। খুব পরিষ্কার করে বলতে চাই, তাদের নেত্রীর মুখে চুনকালি লাগাল। এই রাজ্যে শাসক দলের ক্যাডার বলে কিছু নেই। সমস্তটাই নেত্রী আর তার ভাইপো। যারা এ কাণ্ড করছে, তাদের প্রত্যেককে ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে তাদের প্রত্যেকটা কাজের জবাব সাধারণ মানুষের কাছে দিতে হবে। যদি ভেবে থাকেন এগুলো করে আন্দোলন দমানো যাবে, যাবে না। শাসক দলের যারা অসব করছেন, সামনে শীত আসছে, তারা গর্তে চলে যাবে। নেত্রী সমেত।'


অভিনেতা বাদশা মৈত্র বলছেন, 'আমি এই মুহূর্তে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে রয়েছি। এই ঘটনা জেনে এখানে হাজার হাজার মানুষ একটাই স্লোগান দিলেন, শেম শেম। এটা লজ্জা। রাজ্যের শাসক দলকে এর জবাব দিতে হবে।'       


আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা