কলকাতা : আর জি করকাণ্ডে দ্রুত বিচার-সহ একাধিক দাবিতে, ফের কলকাতায় চিকিৎসকদের মিছিল। জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরসের ডাকে, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন মিছিলে পা মেলাল প্রায় ৬০ টি সংগঠন। মিছিলে পা মেলালেন অসংখ্য় মানুষ! প্রতিবাদ মুখর হয়ে উঠল রাজপথ ! বুধবার, মহালয়ার দিন মহামিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। তার আগে এদিন ডাক্তারদের ডাকে বিরাট প্রতিবাদী মিছিল রবীন্দ্র সদনে পৌঁছালে সেখানকার মঞ্চে নিজের যন্ত্রণার কথা তুলে ধরলেন আরজি করে নিহতের বাবা।


তিনি বললেন, "জীবনটাকে তছনছ করে দিয়েছে। শুধু আমার মনে একটা কথা, ১৪০ কোটি লোকের বাঁচার অধিকার আছে। শুধু আমার মেয়ের বাঁচার অধিকারটা ছিনিয়ে নিয়েছে। কত যন্ত্রণা তাকে দিয়েছে। অসহ্য যন্ত্রণা সহ্য করেছে। তা সত্ত্বেও এতদিন হয়ে গেল, আমরা বিচারের কোনও প্রসেস দেখতে পাচ্ছি না। যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁরা প্রমাণ লোপাটের জন্য হয়েছেন। তাঁরা কেন প্রমাণ লোপাট করেছেন ? সেই উত্তর এখনও আমরা পাইনি। নিশ্চয়ই কাউকে আড়াল করার জন্য প্রমাণ লোপাট করেছেন। পুলিশ আমাদের সহযোগিতা করেনি। উল্টে আমরা যখন আরজি করে পৌঁছেছি, ওই অবস্থার মধ্যে হাসপাতালে সেমিনার রুমের গেটের বাইরে সাড়ে ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। সেই সময়টা যে কী যন্ত্রণার ছিল, আমি জীবনে কোনওদিন কাউকে বোঝাতে পারব না। আর ভুলতেও পারব না। আপনারা সবাই আছেন বলে আজ দুটো কথা বলতে পারছি। প্রথম দিকে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে ছিলাম। আজ আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। সবাইকে কুর্নিশ জানাচ্ছি। যতদিন না আমি বিচার পাই, সবার কাছে আমার এটুকু অনুরোধ থাকবে আপনারা আমার পাশে থাকবেন। আমরা নিশ্চয়ই বিচার পাব। আপনাদের এই উপস্থিতি সত্যি আশার সঞ্চার করে। আশা করছি, নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে। আমরা অপেক্ষা করছি। সুপ্রিম কোর্ট ও সিবিআইয়ের উপর পূর্ণ আস্থা রাখছি। আপনারাও রাখুন। আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছি, যদি বিচারটা আমরা ছিনিয়ে আনতে পারি। বিচারটা সহজে পাওয়া যাবে না। এটা আমরা ভালই বুঝতে পারছি। যে স্বাস্থ্য দফতরের অধীনে আমি মেয়েটাকে আরজি করে দিয়েছিলাম, সে গিয়েছিল রোগী পরিষেবা দিতে। পড়াশোনা করতে। আজ সেই প্রিন্সিপ্যাল  প্রমাণ লোপাটের অভিযোগে জেলবন্দি। তাহলে বুঝতে হবে কোন রাক্ষসের কাছে আমি দিয়েছিলাম মেয়েটাকে। প্রথমে আমরা বুঝতে পারিনি যে, আরজি কর হাসপাতাল এত রাক্ষসের একটা জায়গা। আশা করি, আপনার যখন আছেন নিশ্চয়ই এর বিচার পাব।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।