ঝিলম করঞ্জাই, কলকাতা: হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসার পর, ব্যারিকেড দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন চিকিৎসকদের। তাঁদের দাবি, আদালত অনুমতি দেওয়ার পরেও ব্যারিকেড দেওয়া নিয়ে হয়রান করে পুলিশ। অভিযুক্তদের বিচারের আওতায় এবং তদন্তে গতি আনার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। (RG Kar Protests)


হাইকোর্টের অনুমতি নিয়ে অবস্থান বিক্ষোভ। কিন্তু তাকে কেন্দ্র করেও পুলিশের সঙ্গে ঝামেলা, তীব্র বাদানুবাদ। আন্দোলনকারীদের দাবি, আদালত অনুমতি দেওয়ার পরেও ব্যারিকেড দেওয়া নিয়ে হয়রান করে পুলিশ। এদিন সকালে ধর্নার জন্য নির্দিষ্ট জায়গা নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন শুরু হয় চিকিৎসকদের। শেষ পর্যন্ত আরও এক ফুট জায়গা ছেড়ে ব্যারিকেড করা হয়। (Kolkata News)

নির্দিষ্ট ৯০ দিনেও CBI চার্জশিট দিতে না পারায় তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ মামলায় জামিন পেয়ে গিয়েছেন আর জি করের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। সেই জামিন-বিরোধিতায় হাইকোর্টের অনুমতিতে শুক্রবার থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় মেট্রো চ্য়ানেলে ধর্নায় বসেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়ামঞ্চ।

সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা ছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন অবস্থান বিক্ষোভে। আন্দোলনকারীদের দাবি, আর জি কর মেডিক্য়ালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় সিবিআইকে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে। আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই যাতে চার্জশিট জমা করতে পারে, তার জন্য রাজ্য সরকারকে নো অবজেকশন দিতে হবে।


অভিনেতা বাদশা মৈত্র বলেন, "কাদের জন্য এমন হল? কী করে জামিন পেল? সভার অনুমতি মিলছে না কেন? আন্দোলন জারি থাকবে।"


আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, "সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল, হেফাজতে নিল। অথচ চার্জশিট দিতে পারল না। এটা কি নেহাত অপদার্থতা, না কি ওপরমহল থেকে প্রভাব রয়েছে, সেটিং রয়েছে? নিজেদের মধ্যে হয়ত বোঝাপড়া হচ্ছে, যা আমরা বুঝতে পারছি না। চার্জশিট দিতে না পারলে গ্রেফতার করল কেন? আর্থিক দুর্নীতির মামলায় CBI চার্জশিট দিয়েছে। কিন্তু সেক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং তৃণমূলের ছাত্রনেতা আশিস পান্ডেকে নিয়ে রাজ্য সরকার কেন নো অবজেকশন সার্টিফিকেশন দিচ্ছে না?"


ডোরিনা ক্রসিংয়ে অভয়া মঞ্চ ও চিকিৎসকদের সংগঠন, জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সের ডাকা এই ১০ দিনের জনসমাবেশে প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। প্রতিবাদে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয় চিকিৎসকদের সংগঠন। শুক্রবার জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস ও অভয়ামঞ্চের অবস্থানে অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।


আর জি কর-কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের অবস্থান বিক্ষোভ শুরু করেছেন চিকিৎসকরা। সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারির ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল CBI-এর। কিন্তু তারা তা দিতে পারায় দু’জনকেই জামিন দেয় আদালত।