কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব কার্টুনিস্টরাও। রাজ্য সরকার আয়োজিত চারুকলা মেলা বয়কটের পথে কার্টুনিস্টদের সংগঠন 'কার্টুন দল'। নভেম্বর মাসে রাজ্য সরকারের উদ্যোগে চারুকলা মেলা হওয়ার কথা। তার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কিন্তু এবছর আবেদনপত্র জমা দেওয়া হচ্ছে না কার্টুনদলের তরফে। (RG Kar Protests)


২০১৪ সালে এই চারুকলা মেলা থেকেই পত্তন ঘটে 'কার্টুন দল'-এর। সেই থেকে বরাবর চালুকলা মেলায় অংশ নিয়ে আসছে তারা। কিন্তু আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার প্রতিবাদে শামিল হয়েছেন তাঁরাও। বিভিন্ন প্রতিবাদের অংশীদার হয়ে কার্টুনিস্ট ও শিল্পীরা 'তুলি কালিতে প্রতিবাদ' নামে ব্যঙ্গচিত্র ও ছবি আঁকছেন। তাঁদের বক্তব্য, এই সব ছবি যে কেউ বিনা অনুমতিতে আর জি কর-কাণ্ডে প্রতিবাদ মিছিলে ব্যবহার করতে পারেন। (Cartoon Dal)


এ বছর ৯ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চারুকলা মেলা হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনপত্র গ্রহণ। টানা ১০ বছর ধরে ওই মেলায় অংশ নিচ্ছিল 'কার্টুন দল'। কিন্তু এবার সর্বসম্মতিক্রমে সেই মেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ন্যায্য বিচারের দাবিতেই এবার মেলায় শামিল না হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 


পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় 'তুলি-কালিতে প্রতিবাদ' নামে ভিন্ন উদ্যোগও শুরু হয়েছে 'কার্টুন দল'-এর তরফে। সেখানে শিল্পীরা ব্যঙ্ক চিত্র এঁকে জমা করছেন। কোথাও ছবি এঁকে লেখা রয়েছে 'পুলিশ তুমি মারবে যত, আওয়াজ আরও উঠবে তত', 'যা ইচ্ছে পরি, যেখানে খুশি যাই, হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না',  'রাজনীতি নয়, বিচার চাই'।  'কার্টুন দল' জানিয়েছে, সোশ্য়াল মিডিয়ায় তাদের শিল্পীদের আঁকা ব্যঙ্গচিত্র ব্যবহার করতে পারেন যে কেউ। সেই ব্যঙ্গচিত্র নিয়ে মিটিং-মিছিলে যেতে পারেন। এর জন্য কোনও অনুমতি নিতে হবে না। এভাবেই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে 'কার্টুন দল'।


আর জি করের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই গর্জে উঠেছে বিভিন্ন মহল। রাজ্য সরকারের থেকে পাওয়া 'দীনবন্ধু মিত্র পুরস্কার' ফেরাচ্ছেন চন্দন সেন। 'দুই হুজুরের গপ্পো', 'দায়বদ্ধ'-র মতো একাধিক জনপ্রিয় নাটকের স্রষ্টা চন্দন সেন। ২০১৭ সালে তাঁকে পুরস্কৃত করে।  'নাট্য অ্যাকাডেমি' প্রত্যাখ্যান করেছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার ফেরানোর কথা জানিয়েছেন। 


আরও পড়ুন: Aparajita Bill: ধর্ষণ, খুন এবং অ্যাসিড হামলাতেও মৃত্যুদণ্ডের বিধান, রাজ্যের 'অপরাজিতা বিল' কেন্দ্রীয় আইনের চেয়ে কোথায় আলাদা, বোঝালেন মমতা