RG Kar Protest: বৃহস্পতিবারের পর শনিবার, ফের বৈঠক হল না মুখ্যমন্ত্রী এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। এই নিয়ে ক্ষুব্ধ সিনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের ধর্নাস্থল থেকে সাংবাদিক বৈঠক করে এক সিনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, আজ মুখ্যমন্ত্রী ধর্নাস্থলে আসার পর জুনিয়র ডাক্তাররা বলেছিলেন যেখানে যখন ডাকা হবে তাঁরা আলোচনায় যাবেন। গিয়েছিলেন কালীঘাটে। স্বচ্ছতার জন্য দাবি করেছিলেন বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের। তা মেনে নেয়নি সরকার। নমনীয়তা দেখিয়ে বৈঠকের ভিডিও রেকর্ডিং করতে চাওয়া হয়। তাও মেনে নেয়নি সরকার। এরপর যখন জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র মিটিংয়ের মিনিটস পাওয়ার আশ্বাসেই আলোচনায় বসতে রাজি হন, তখন বলা হয় অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে, সময় পেরিয়ে গিয়েছে, আর বৈঠক সম্ভব নয়। এই গোটা ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ সিনিয়র ডাক্তাররা।  


এদিনের সাংবাদিক বৈঠকে সিনিয়র চিকিৎসকদের তরফে এও বলা হয়েছে যে, শীর্ষস্তরের পুলিশ আধিকারিক, উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে যাঁদের উপর জনগণ আস্থা হারিয়েছেন তাঁদের অবিলম্বে অপসারণ করা হোক। আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান হোক। মাননীয় সুপ্রিম কোর্ট সরকারকে আন্দোলনকারীদের আস্থা অর্জনের পরামর্শ দিলেও, সরকার সে বিষয়ে গুরুত্ব দেয়নি। স্বচ্ছ আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরিতে সরকার অনিচ্ছা প্রকাশ করেছে। আমরা চাই উপযুক্ত পরিবেশে সার্বিক স্বচ্ছতা রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। 


মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে এসে যে বার্তা দিয়েছিলেন তাকে আমরা সাধুবাদ জানাই। প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি আছেন তিনি এসেছেন এটা ভাল ব্যাপার। কিন্তু তাঁর সমস্ত কথায় আমরা আস্থা রাখতে পারিনি। উনি বলেছেন রাতে ঘুমোতে পারেননি। সারা ভারতের এমনকি পৃথিবীর অনেক মানুষ এই ঘটনার পর থেকে রাতে ঘুমোতে পারছেন না। উনি যদি আমাদের সঙ্গে একসঙ্গে এই কান্নাটা কাঁদতে চান তাহলে ওঁর উচিত জুনিয়র ডাক্তারদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেই দাবি মেনে, অন্তত হেলথ সেক্রেটারি, ডিএইচএস, ডিএমই, কলকাতা পুলিশের কমিশনার- এঁদেরকে অবিলম্বে অপসারণ করা। মেডিক্যাল কাউন্সিল ভেঙে দেওয়া, যে থ্রেট কালচার তৈরি হয়েছে তা ভাঙার জন্য উপযুক্ত উদ্যোগ নেওয়া। 


গত কয়েকদিনে শাসকদলের একাধিক বিধায়ক, সাংসদ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তোপ দেগেছেন। এই প্রসঙ্গেও সিনিয়র ডাক্তারদের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়েছে, 'শাসক দলের অনেক বিধায়ক, সাংসদ, নেতা জুনিয়র ডাক্তারদের খুনি বলেছেন। ধমক দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে মানুষকে ক্ষ্যাপানোর চেষ্টা করেছেন। আমরা বলেছিলাম আপনি (মুখ্যমন্ত্রী) এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনাদের (সরকার পক্ষের) যে কৌসুঁলি সুপ্রিম কোর্টে মৃত্যু সংক্রান্ত এবং এখানে চিকিৎসা না হওয়া সংক্রান্ত যে তথ্য দিয়েছেন তা সর্বৈব ভুল। আপনি এই কাজগুলি থেকে বিরত থাকুন। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিন।