কানপুর : ফের রেল দুর্ঘটনা, এবার বেলাইন সবরমতী এক্সপ্রেস। ১৩০০ যাত্রীকে নিয়ে কানপুরের কাছে বেলাইন হল সবরমতী এক্সপ্রেস। রাত আড়াইটে নাগাদ কানপুর ও ভীমসেন স্টেশনের মধ্যে ঘটে দুর্ঘটনাটি। ইঞ্জিনের সঙ্গে বোল্ডারের ধাক্কা লেগেই এই দুর্ঘটনা , জানা গিয়েছে প্রাথমিক ভাবে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, ক্ষতিগ্রস্ত  হয়েছে ট্রেনের ইঞ্জিনটি।


গত কয়েক মাসে একের পর এক ভয়াবহ রেল দুর্ঘটনায় গিয়েছে বহু প্রাণ। ধরা পড়েছে রেল সুরক্ষায় নানা ফাঁক। প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আতঙ্কে ভুগছেন রেল যাত্রীরা। তবে এবার ২২ টি বগি বেলাইন হলেও রেলওয়ে সূত্রে দাবি, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দুর্ঘটনাস্থলে পাঠানো হচ্ছে উদ্ধারকারী ট্রেন।


শেষ পাওয়া খবর অনুসারে , সবরমতী এক্সপ্রেসের যাত্রীদের বাসে কানপুরে নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনার পর ওই লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন ঘুরপথে চলছে, জানিয়েছে রেল। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত করছে IB ও উত্তরপ্রদেশ পুলিশ। 


 






রেলওয়ে সূত্রে খবর, ঘটনাস্থলে বেশ কয়েকটি উদ্ধারকারী বাস পাঠিয়েছে রেল। রাতে ঘটনাস্থলে পৌঁছে বাসে কিছু যাত্রীকে কানপুরে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিয়ে আসতে 8টি কোচের মেমু রেক ৫ টা ২১ নাগাদ ঘটনাস্থলে রওনা হয়েছে।






গত তিন বছর ধরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর মন্ত্রিত্বের সময়ে, এই তিন বছরে গোটা দেশে একশো একত্রিশটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। সম্প্রতি, একটি RTI-এর জবাবে এই বিস্ফোরক তথ্য দিয়েছে খোদ রেলমন্ত্রক। RTI-এর জবাবে, রেলের দেওয়া তথ্য বলছে, গত তিন বছরে প্রতি মাসে, গড়ে অন্তত দুটো প্য়াসেঞ্জার ট্রেন এবং একটি করে মালগাড়ি লাইনচ্য়ুত হয়েছে। 


আরও পড়ুন : প্রবল বর্ষণের পূর্বাভাস, সপ্তাহান্তে এই জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা