সন্দীপ সরকার, কলকাতা: উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital) , গত শনিবার থেকে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। আজ, মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এবিপি আনন্দের (ABP Ananda) মুখোমুখি হয়ে কী বললেন তিনি?

বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভেন্টিলেশন থেকে বেরোনোর পর এখন সম্পূর্ণ সচেতন। তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কেমন দেখলেন তিনি বুদ্ধবাবুকে? অভিনেত্রীর কথায়, 'কথা তো বলতে পারিনি। ওঁকে দূর থেকেই দেখলাম। শ্রেষ্ঠ মেডিক্যাল টিম ওঁর চিকিৎসা করছেন। তাঁরা খুবই আশাবাদী। ওঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। নিশ্চয়ই খুব শীঘ্রই ভাল হয়ে যাবেন।'

তিনি আরও বলেন, 'পরিবারের কারও সঙ্গে দেখা হয়নি। ওঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করব অবশ্যই। বেশ কিছুদিন ধরেই ভেবেছিলাম যে দেখা করতে আসব, মানে ওঁর শরীরটা খারাপ শুনছিলাম। কিন্তু আমি এত ট্রাভেল করছিলাম যে আসা হয়নি। কিন্তু উনি হাসপাতালে শুনে খুব মনটা খারাপ হয়ে গেল। তাই জন্য একবার দেখতে এলাম।' একইসঙ্গে তাঁর কথায়, 'আমার বিয়েতেও উনি এসেছিলেন। আমাকে এমনিতে খুবই স্নেহ করেন। ওঁর জন্য অনেকটা শ্রদ্ধা।'

তবে শুধু শারীরিক অসুস্থতা নয়, বুদ্ধদেব ভট্টাচার্যর জেদের কাছেও মাঝেমাঝে হার মানতে হচ্ছে চিকিৎসকদের। ভেন্টিলেশন থেকে বেরোনোর পর সম্পূর্ণ সচেতন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেখানেই গোল বেঁধেছে। হাসপাতাল সূত্রে খবর, বারবার বাইপ্যাপ সাপোর্ট খুলে ফেলতে চাইছেন বুদ্ধবাবু। গতকাল রাতেও একই পরিস্থিতি তৈরি হয়। চিকিৎসকদের বুদ্ধবাবু জানান, তিনি সুস্থ আছেন, এসব লাগবে না। শেষমেশ বুদ্ধবাবুকে বুঝিয়ে রাজি করান চিকিৎসকরা।

আরও পড়ুন: Nusrat Jahan: ৫.৫ লাখে ফ্ল্যাটের প্রলোভন, ৪২৯ জনের থেকে তোলা হয় টাকা! ১০ বছর আগের মামলায় বিপাকে নুসরত

হাসপাতাল সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে, ৫-৬ ঘণ্টা বাইপ্যাপ চলার পর কিছুক্ষণ বিশ্রাম দিয়ে ফের চালানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে। অ্যান্টিবায়োটিক চলছে। ১-২ লিটার, অর্থাৎ ন্যূনতম অক্সিজেন সাপোর্ট লাগছে। তবে এখনও রাইলস টিউব দিয়ে তরল খাবারই খাওয়ানো হচ্ছে বুদ্ধবাবুকে। যদিও তাতেও আপত্তি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial