কলকাতা : ED-কে প্রায় ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত, খবর সূত্রের। সম্প্রতি রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, ED-র তদন্তকারীদের কাছে ঋতুপর্ণা দাবি করেন সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক বাবদ তিনি টাকা নিয়েছিলেন। ওই টাকা রেশন দুর্নীতির তিনি জানতেন না। এরপরই প্রায় ৭০ লক্ষ টাকা ফিরিয়ে দিতে চান বলে ED-র কাছে ইচ্ছাপ্রকাশ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 


রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত ১৯ জুন  ED দফতরে হাজিরা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় ৫ ঘণ্টা কেন্দ্রীয় এজন্সির অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ ৫ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। কিন্তু, বিদেশে থাকায় কিছুটা সময় চেয়েছিলেন তিনি। এরপর ১৯ জুন তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। তখনই হাজিরা দেন তিনি। 

ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের বাড়িতে তল্লাশিতে উদ্ধার নথি থেকে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? সূত্রের খবর, তা জানতেই ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ED। অভিনেত্রীও তাই বলেন। সেই সঙ্গে জানান ইডি তাঁর সহযোগিতায় খুশি। দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই।  তাই এখন তিনি টাকা ফেরাতে চান। এর আগে কেন্দ্রীয় এজেন্সিকে টাকা ফেরত দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী, শতাব্দী রায় ও বনি সেনগুপ্ত।  গত বছর মার্চ মাসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃচত কুন্তল ঘোষের থেকে নেওয়া প্রায় ১ কোটি টাকা ফিরিয়ে দেন অভিনেতা বনি সেনগুপ্ত । বনি ৪৪ লক্ষ টাকা ফেরত দেন।  বনি বলেছিলেন, 'মনে হল, ওর ব্যাকগ্রাউন্ড জানা ছিল না। জানার পর খারাপ লেগেছিল, এটা যে অবৈধ টাকা, আমাকে পাঠানো হয়েছিল। আমার অজান্তেই ছিল। আমি ভুল করিনি। তবু সেটাকে সাপোর্ট করব না, তাই ফেরতের সিদ্ধান্ত নিই।' 

রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, এই মামলাতেই এখন জেলবন্দি সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। 


আরও পড়ুন : 


ধাপার মাঠপুকুরে ইঞ্জিন অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়


 আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।