গত জুনে মাত্র ১১ দিনের মধ্য়ে শহরে তিন তিনটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ক্য়ামাক স্ট্রিটে বন্ধ রেস্তোরাঁ, কসবার অ্য়াক্রোপলিস মল ও গার্স্টিন প্লেস। গত ২২ জুন ভোর রাতের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় ৫ গার্স্টিন প্লেসের একটি বাড়ির দুটি তল। পর পর অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের অগ্নি নির্বাপণ ব্য়বস্থা নিয়ে প্রশ্নও উঠেছিল। তারপর সপ্তাহ ঘুরতেই আবার অগ্নিকাণ্ড শহরে। এবার স্থান মাঠপুকুর। ধাপার সংলগ্ন এলাকা। ধাপার মাঠপুকুরে মোবিল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড মঙ্গলবার মধ্যাহ্নে।


ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন । সকাল থেকেই বইছে ঝোড়ো হাওয়া। আর তার জেরে হু হু করে বাড়ছে আগুন। এলাকাটি ঘন জনবসতিপূর্ণ। তাই আশঙ্কা বাড়ছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা চালাচ্ছে দমকল। আগুনের গ্রাসে চলে গিয়েছে পুরো কারখানাটিই। কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। 


পর পর বিধ্বংসী অগ্নিকাণ্ডে উঠেছে একাধিক অভিযোগ। সামনে এসেছে শহরের অগ্নি নির্বাপণ ব্য়বস্থার করুণ চেহারা। কবে ফিরবে হুঁশ? উঠছে প্রশ্ন।