অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পিচের উপর পিচ চড়িয়ে রাস্তা সংস্কার নয়। কাউন্সিলরদের (Councilor) নিয়ে প্রথম বৈঠকে এই বার্তাই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পথেই সংস্কারের (Road Reconstruction) ছবি দেখা গেল টালিগঞ্জের (Tollygunge) আজমল খান রোড (Ajmal Khan Road) থেকে বাওয়ালি মণ্ডল রোডে(Bawali Mandal Road)। 


নব নির্বাচিত কাউন্সিলরদের (Councilor) নিয়ে প্রথম বৈঠকে তৃণমূল নেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, “কোথাও পিচের উপর পিচ চড়ানো হয়। পিচের উপর পিচ চড়িয়ে মাঝেরহাট ব্রিজটা গেছে। আগে খুঁড়তে হবে, গাঁথনি দিতে হবে। টাকা এত সস্তা নয়, মানুষের টাকা মাথায় রাখতে হবে।’’ একদিকে, শীতকালে (Winter) রাস্তা সংস্কার (Road Reconstruction) ও অন্যদিকে মুখ্যমন্ত্রীর ( CM Mamata Banerjee) নির্দেশ মতো কাজ হচ্ছে কি না দেখতে, বুধবার মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) পামারবাজারে হটমিক্স প্ল্যান্ট (Hotmix Plant) পরিদর্শন করেন।


এখান থেকেই বিভিন্ন রাস্তায় হট মিক্স পাঠানো হয়। যতটা পিচ তোলা হচ্ছে। ঠিক সেই পরিমাণেই এখান থেকে পাঠানো হচ্ছে। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (রাস্তা ও ইঞ্জিনিয়ারিং বিভাগ) অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “মূলত শীতকালে রাস্তা সংস্কার ও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে হচ্ছে কিনা দেখতে পরিদর্শন।’’ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশ মেনে সংস্কারের ছবি দেখা গেল টালিগঞ্জের আজমল খান রোড থেকে কাউন্সিলর মালা রায়ের (Mala Roy) বাড়ির এলাকা বাওয়ালি মণ্ডল রোডে। আগে সমস্যা হত, এবার তা থেকে মুক্তি মিলবে, বলে জানাচ্ছেন কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) ও সেখানকার বাসিন্দা মালা রায় (Mala Roy)। বিভিন্ন রাজপথে আগামী দিনেও এভাবেই সংস্কার হবে বলে, পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে খবর।


আরও পড়ুন: Petrol and Diesel Price: ভোট মিটলেই কি আরও মহার্ঘ হবে জ্বালানি তেল? মাথাচাড়া দিচ্ছে আশঙ্কা