সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জের। গতকালই ইউটিউবার রোদ্দুর রায়কে (Youtuber Roddur Roy) গ্রেফতার করা হয় গোয়া থেকে। এরপর আজ খানিক আগে রোদ্দুর রায়কে কলকাতায় (Kolkata) নিয়ে এল পুলিশ।


কলকাতায় রোদ্দুর রায়


সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের জেরে গতকাল গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। এবার তাঁকে কলকাতায় নিয়ে এল পুলিশ। মহিলাদের অসম্মান, অশান্তিতে উস্কানি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। আগামিকাল আদালতে তোলা হবে রোদ্দুর রায়কে। একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা রয়েছে। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করে লালবাজারের সাইবার সেল ও গুন্ডাদমন শাখা।


এদিন বিমানবন্দরে নেমে তাঁকে বলতে শোনা যায়, 'কিপ ডিসট্যান্স। ডোন্ট টাচ মি।' সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি। 


 






পুলিশ সূত্রে খবর আগামিকাল রোদ্দুর রায়কে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে এবং তাঁকে নিজেদের হেফাজতে চেয়েই পুলিশ আবেদন জানাবে। আজ তাঁকে গোয়া থেকে মুম্বই হয়ে কলকাতায় নিয়ে আসা হয়। ৮টা ৪০ নাগাদ তাঁর প্লেন কলকাতায় ল্যান্ড করে। সাড়ে ৯টা নাগাদ বেরিয়ে তিনি কোনও প্রশ্নের জবাব দিতে চাননি। জানা যাচ্ছে আজ তাঁকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হবে। সোশ্যাল মিডিয়ায় তাঁর এমন পোস্টের নেপথ্যে কারও উস্কানি বা ইন্ধন ছিল কি না বা কারও নির্দেশে এমন পোস্ট করেন কিনা জানার চেষ্টা হবে। 


আরও পড়ুন: Viral Video: হোমওয়র্ক না করার শাস্তি! একরত্তি মেয়েকে হাত-পা বেঁধে শুইয়ে রাখা হল গরম ছাদে, ভিডিও দেখে তৎপর পুলিশ