পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: রোয়িং দুর্ঘটনার পর নিরাপত্তা বিষয়ক SOP তৈরি করা হচ্ছে। যতদিন না তা তৈরি হচ্ছে ততদিন রোয়িং বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরে (Rabindra Sarabar)। লালবাজারে (Laalbazar) বৈঠকে বিভিন্ন রোয়িং ও সুইমিং ক্লাবকে জানিয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।
আপাতত রোয়িং বন্ধ রবীন্দ্র সরোবরে (Rabindra Sarabar)। নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছে Standard Operating Procedure বা SOP। রবীন্দ্র সরোবরে (Rabindra Sarabar) রোয়িং দুর্ঘটনায় ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর শুক্রবার লালবাজারে হয় জরুরি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলে কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েল সহ পুলিশের পদস্থ কর্তারা, কেএমডিএ-র আধিকারিক এবং রবীবন্দ্র সরোবর ব্যবহার করে এমন রোয়িং ও সুইমিং ক্লাবের কর্মকর্তারা। বৈঠকে ছিলেন মৃত সৌরদীপ চট্টোপাধ্যায়ের দাদা ও বাবা।
সূত্রে খবর, বৈঠকে ক্লাবগুলিকে জানানো হয়, রোয়িং ও সুইমিং-এর সময় নিরাপত্তা আরও বাড়াতে হবে। এবিষয়ে তৈরি করা হচ্ছে, Standard Operating Procedure বা SOP। যতদিন না তা তৈরি হচ্ছে, ততদিন রোয়িং বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরে।
লেক ক্লাবের (Lake Club) যুগ্ম সম্পাদক সুব্রত গুহ, এসওপি তৈরি হবে। পুলিশ বলেছে। কীভাবে বোট রাখা যায় দেখবে। আগামী ২০ থেকে ২৬ জুন, কাশ্মীরের ডাল লেকে হবে অনূর্ধ্ব ১৫ রোয়িং প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় বাংলার টিম পাঠানো নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
ওয়েস্টবেঙ্গেল রোয়িং অ্যাসোসিয়েশনের (West Bengal Roing association) সম্পাদক অনিরুদ্ধ মুখোপাধ্যায়ের কথায়, পুলিশের পক্ষ থেকে সেই প্রতিয়োগিতা অংশ নেওয়ার জন্য দল নির্বাচনের অনুমতি মেলেনি।
আরও পড়ুন: অসুস্থ হয়ে নাকি বাবা ও সৎ মার অত্যাচারে মৃত্যু? শ্মশান থেকে নাকতলা কিশোরের দেহ গেল ময়নাতদন্তে
গত শনিবার বিকেলে ঝড়ের মধ্যে অনুশীলনের সময় রবীন্দ্র সরোবরে বোট ডুবে মৃত্যু হয় দশম শ্রেণির পড়ুয়া সৌরদীপ চট্টোপাধ্যায় ও নবম শ্রেণির পড়ুয়া পূষণ সাধুখাঁর। দুর্ঘটনার পর, নজরদারি ও নিরাপত্তা নিয়ে ওঠে অসংখ্য প্রশ্ন। এই প্রেক্ষিতেই বৈঠক হল লালবাজারে।