7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রয়েছে সুখবর। আগামী ১ জুলাই থেকে সকল কর্মচারীদের বেতনে বাম্পার বৃদ্ধি হতে পারে। রিপোর্ট বলছে, সরকারি কর্মীদের ডিএ করতে চলেছে সরকার।


DA Hike: কত বাড়তে পারে ডিএ ?
সবকিছু ঠিক থাকলে বর্তমানের 34 শতাংশ হারে ডিএ-র পরিবর্তে 38 শতাংশ মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা। ডিএ-বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর পড়লে সরকার মহার্ঘ ভাতা সম্পূর্ণ 4 শতাংশ বৃদ্ধি করতে পারে। অন্তত সাউথ ব্লকে কান পাতলে তেমনই শোনা যাচ্ছে।


7th Pay Commission: বেতন নিয়ে নতুন নীতি ?
কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, সপ্তম বেতন কমিশনের পর আর এইভাবে স্যালারি বৃদ্ধির বিষয়ে ভাবছে না সরকার। সেই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশন নাও আসতে পারে। পরিবর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির নতুন নীতি নিতে পারে সরকার। সেই ক্ষেত্রে নতুন পরিকল্পনা করছে মোদি সরকার। 


Salary News: নতুন বেতনের সূত্র কী হবে ?


নতুন বেতন কমিশন আনার পরিবর্তে মোদি সরকার এখন একটি নতুন সূত্র বিবেচনা করতে পারে।


সেই ক্ষেত্রে প্রতি বছর মূল বেতন বৃদ্ধি করবে সরকার। 2024 সাল পর্যন্ত কার্যকর করা হতে পারে এই নিয়ম।


বেতন বৃদ্ধির এই ফর্মুলা আসার পর অষ্টম বেতন কমিশনের তেমন আশা নেই।


এটিকে 'অটোমেটিক পে রিভিশন' বলা যেতে পারে। একটি নির্দিষ্ট সূত্র ধরেই বাড়বে সরকারি কর্মীদের বেতন।


যদি কোনও ব্যক্তির 50 শতাংশ ডিএ থাকে, তবে বেতন স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।


7th Pay Commission: মূল্যবৃদ্ধির কারণেই বাড়তে পারে বেতন


আসলে দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণেই সরকার শীঘ্রই কর্মীদের ডিএ বাড়াতে পারে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুসারে, সরকার ডিএ সম্পূর্ণ 4 শতাংশ বৃদ্ধি করতে পারে।


DA Hike: ডিএ বৃদ্ধি কীভাবে নির্ধারিত হয় ?


এআইসিপি সূচকের তথ্য বলছে, জানুয়ারি মাসে এই সূচকের সংখ্যা ছিল 125.1 । ফেব্রুয়ারিতে যা 125-এ পৌঁছয়। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১২৬। এপ্রিল ও মে মাসে তা 126-এ গিয়ে দাঁড়ালে, সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের কথা ভেবে 4 শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।


আরও পড়ুন : 7th Pay Commission: ডিএ নিয়ে বড় খবর! ১ জুলাই থেকে বাড়তে পারে কর্মীদের বেতন