শিবাশিস মৌলিক, কলকাতা : কিছুদিন আগেই নেতাজির জন্মদিবস পালন করে আরএসএস ( RSS ) । নেতাজির পথেই দেশ নির্মাণের বার্তা দেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সেই উদযাপনের এক সপ্তাহের তফাতে ফের রাজ্যে মোহন ভাগবত ( Mohan Bhagwat )।


গত সোমবার শহিদ মিনারের পাদদেশে নেতাজির জন্মদিবস পালন করে RSS। নেতাজিকে শ্রদ্ধা জানান সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। এবার ইসকন সভাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন আরএসএস প্রধান। চলতি মাসেই ১৮ থেকে ২৩ তারিখ- ছয় দিনের সফরে এ রাজ্যে ছিলেন মোহন ভাগবত। কলকাতায় এসে তিনি বার্তা দিয়েছিলেন ' দেশের কথা ভুলে ব্যক্তি উন্নতির কথা ভাবলে সর্বনাশ।  নেতাজি স্বাধীনতার লড়াই লড়েছেন, কারণ দেশ পরাধীন ছিল। কিন্তু তার পাশাপাশি, তিনি মানুষ গড়ে গিয়েছেন । নিজের মতো সহযোগী গড়ে তুলেছেন। সঙ্ঘ তাই করে। নেতাজি রবীন্দ্রনাথ তাদের পথ দেখেই সঙ্ঘ  চলে। স্বামী বিবেকানন্দ যা বলে গেছে তার প্রবাহমানতা নিয়েই আরএসএস চলছে।'


আরও পড়ুন :


বিভিন্ন জেলার সবথেকে গুরুত্বপূর্ণ খবর একনজরে


২০২১-এর বিধানসভা ভোটের আগে, নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্য়ে, কেন্দ্রের অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন নরেন্দ্র মোদি। যা দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল, এটা বাঙালি আবেগের হাওয়া পালে টানার চেষ্টা কিনা। এবছর রাজ্য়ে পঞ্চায়েত ভোট রয়েছে। তার আগে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্য়ে, আরএসএসের এরকম মাপের প্রকাশ্য় কর্মসূচি দেখে অনেকে এই প্রশ্ন তুলছেন। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল স্তরে আরএসএসের মাটি আরও পোক্ত করতে, জেলায় জেলায় সংগঠন আরও মজবুদ করতেই কি বারবার ছুটে আসছেন সঙ্ঘপ্রধান ?                                                                                            


RSS সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর থেকে মোহন ভাগবত যাবেন মায়াপুরে। ইসকন মন্দিরে যাবেন তিনি। সেখানে পুজো দেবেন সঙ্ঘপ্রধান। তারপর তিনি সঙ্ঘের কর্মীদের সঙ্গে কথা বলবেন। পঞ্চায়েত ভোটের আগে কি নতুন কোনও কৌশলের কথা বলবেন তিনি অনুগামীদের ? 


Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatv


ABP Ananda Social Media Handles:


Facebook: https://www.facebook.com/abpananda
Twitter: https://twitter.com/abpanandatv
Google+: https://plus.google.com/+abpananda