West Bengal News Live : জমি নিয়ে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে আক্রমণে মমতা, জবাব এড়ালেন বিশ্বভারতীর উপাচার্য

West Bengal News : বিভিন্ন জেলার সবথেকে গুরুত্বপূর্ণ খবর একনজরে ।

ABP Ananda Last Updated: 31 Jan 2023 12:24 AM
WB News LIVE Updates: নিউ গড়িয়া থেকে রুবি নতুন মেট্রো রুট পাবে শহরবাসী

যাত্রী পরিষেবা শুরু করার আগে প্রস্তুতি যাচাই করতে আজ নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট খতিয়ে দেখছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। আজ চূড়ান্ত পরীক্ষায় পাস করলেই অরেঞ্জ লাইনের এই মেট্রো পথে ছাড়পত্র মিলবে। নিউ গড়িয়া থেকে রুবি নতুন মেট্রো রুট পাবে শহরবাসী।  

West Bengal News LIVE Updates: বেহালা থেকে লোক নিয়ে এসে ভয় দেখাচ্ছেন রত্না চট্টোপাধ্যায়, অভিযোগ বৈশাখীর

বেহালা থেকে লোক নিয়ে এসে ভয় দেখাচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। অশ্লীল ভাষায় আক্রমণ করছেন। বেহালা পূর্বের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন, বৈশাখী বন্দ্য়োপাধ্যায়

WB News LIVE Updates: গড়ফার আবাসনে ব্যাঙ্ক কর্মীর অস্বাভাবিক মৃত্য়ু

গড়ফার আবাসনে ব্যাঙ্ক কর্মীর অস্বাভাবিক মৃত্য়ু। ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ভিডিও কলে স্ত্রী-কে আত্মঘাতী হওয়ার কথা জানান ব্য়াঙ্ককর্মী। তারপরই পুলিশকে খবর দেন তাঁর স্ত্রী। ঘটনায় অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

West Bengal News LIVE Updates: দিদির দূত কর্মসূচিতে দিনহাটার বসগীরের ধাম এ.পি. স্কুলে গিয়ে হতবাক প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়

সকাল ১১টাতেও খোলেনি স্কুলের গেট। আসেননি একজন শিক্ষকও। দিদির দূত কর্মসূচিতে দিনহাটার বসগীরের ধাম এ.পি. স্কুলে গিয়ে হতবাক প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়। সেখান থেকেই ফোন করলেন 
জেলা স্কুল পরিদর্শককে। স্কুল পরিদর্শক জানিয়েছেন, স্কুলের ৪ জন শিক্ষককেই মঙ্গলবার শোকজ করা হবে।

WB News LIVE Updates: জেলায় জেলায় দিদির দূতেদের ঘিরে অব্যাহত ক্ষোভ-বিক্ষোভ

জেলায় জেলায় দিদির দূতেদের ঘিরে অব্যাহত ক্ষোভ-বিক্ষোভ। বাঁকুড়া ও মুর্শিদাবাদে ক্ষোভের মুখে পড়লেন ২ তৃণমূল বিধায়ক।

West Bengal News LIVE Updates: জমি নিয়ে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে আক্রমণে মমতা। জবাব এড়ালেন বিশ্বভারতীর উপাচার্য

জমি নিয়ে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে আক্রমণে মমতা। জবাব এড়ালেন বিশ্বভারতীর উপাচার্য

WB News LIVE Updates: পুলিশের পোশাক পরে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ

পুলিশের পোশাক পরে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ। শিলিগুড়ির বিধান মার্কেট এলাকা থেকে এক যুবককে ধরল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। 

West Bengal News LIVE Updates: ৪ দিনে ডিএ আন্দোলন

৪ দিন পার করল বকেয়া DA-র দাবিতে, সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চের অবস্থান-আন্দোলন।

WB News LIVE Updates: বিচ্ছেদ-মামলায় বাগযুদ্ধ!

বেহালা থেকে লোক নিয়ে এসে ভয় দেখাচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। অশ্লীল ভাষায় আক্রমণ করছেন, শোভন পত্নী, বেহালা পূর্বের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন, বৈশাখী বন্দ্য়োপাধ্যায়। উনি তো নিজেই  ছোলেধরা, পাল্টা আক্রমণ শানিয়েছেন রত্না। 

West Bengal News LIVE Updates: জাতির জনককে কে আগে শ্রদ্ধা জানাবে?

জাতির জনককে কে আগে শ্রদ্ধা জানাবে? গাঁধীজির প্রয়াণ দিবসে এই নিয়েই তুঙ্গে উঠল তৃণমূল- সিপিএম-এর তরজা। পুলিশকে ফোন করে রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল নেতাকে। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

WB News LIVE Updates: কেষ্ট-হীন পঞ্চায়েত ভোটে বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে আরও সদস্য

কেষ্ট-হীন পঞ্চায়েত ভোটে বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে আরও সদস্য। কোর কমিটিতে জায়গা পেলেন কেষ্ট-বিরোধী বলে পরিচিত কাজল শেখ। তৃণমূলের কোর কমিটিতে জায়গা পেলেন শতাব্দী রায়, অসিত মাল। এর আগে ৪জনের কোর কমিটিতে ছিলেন অভিজিৎ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়

West Bengal News LIVE Updates: সালারে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য এলাকায়

সালারে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে সালারের সালু গ্রাম পঞ্চায়েতের খাঁড়েরা এলাকায় একটি প্রাথমিক স্কুলের পিছন থেকে উদ্ধার হয় ১৩টি তাজা বোমা। এদিন উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। এদিন বিকেলে এলাকারই মাঠের মধ্যে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। কি কারনে বোমা মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

WB News LIVE Updates: নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার বাড়িতে রাশি রাশি ওএমআর শিট!

নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার বাড়িতে রাশি রাশি ওএমআর শিট! মাত্র দেড় মাস আগে হওয়ায় টেটের ওএমআর শিটও ধৃত কুন্তলের বাড়িতে!

West Bengal News LIVE Updates: নোবেলজয়ীর সঙ্গে জমি-সংঘাত, উপাচার্যের কোর্টেই বলল ঠেললেন অনুপম

নোবেলজয়ীর সঙ্গে জমি-সংঘাত, উপাচার্যের কোর্টেই বলল ঠেললেন অনুপম। 'সাংবাদিক বৈঠকে যা তুলে ধরা হল, তা সঠিক হলে ক্ষমা চান উপাচার্য। সাংবাদিক বৈঠকের তথ্য সঠিক হলে অবিলম্বে কাছে ক্ষমা চাওয়া উচিত। নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছে অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত উপাচার্যের। মাননীয়াকে মনে করিয়ে দেওয়া উচিত, বিশ্বভারতীর উপাচার্য আর বিজেপি সমার্থক নয়। বিশ্বভারতীতে উনি যা সিদ্ধান্ত নেন, তার দায় বিজেপির নয়', উপাচার্যের ঘাড়েই দায় ঠেলে ফেসবুক পোস্ট বিজেপি নেতা অনুপম হাজরার 

WB News LIVE Updates: ফের মমতার প্রশংসায় অমর্ত্য

ফের মমতার প্রশংসাইয় অমর্ত্য সেন। তিনি বলেন, 'আমি বলিনি মমতা একমাত্র, উনিই যে একমাত্র লোক।' নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন অমর্ত্য সেন। তিনি এও বলেন,  'বিচারপতির বক্তব্যের মধ্যে কোনও দোষ দেখছি না। দুর্নীতি কেন হয় কীভাবে বন্ধ করা  যায় সেটা ভাবতে হবে। দুর্নীতি থেকে পচন শুরু হলে ভালো নয়।' 

West Bengal News LIVE Updates: 'পর্ষদের কোনও ভূমিকা থাকে'? কুন্তলের বাড়িতে ওএমআর শিট নিয়ে সাফ মন্তব্য পর্ষদ সভাপতির

কুন্তল ঘোষের বাড়িতে টেটের ওএমআর শিট মেলায় বিস্মিত বিচারপতি  গঙ্গোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই এদিন পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, 'পরীক্ষার্থীর কপি আমরা পরীক্ষার্থীদের দিয়ে দিয়েছি। হাইকোর্ট নিশ্চয় জানতে চাইতে পারে, আমরা জানাবও। কিন্তু এখানে কি পর্ষদের কোনও ভূমিকা থাকে?' 

Mamata on Amartya Sen: 'অমর্ত্য সেনকে যাঁরা অসম্মান করছেন, তাঁদের বিবেকের দংশন হবে', আক্রমণ মুখ্যমন্ত্রীর

'বিশ্বভারতীর মনোভাব খতিয়ে দেখুক কেন্দ্রীয় শিক্ষা দফতর। যাঁরা সমালোচনা করে, একদিন ফুরিয়ে যাবেন। এখানে এসে একটা ছোট্ট ছক্কা মেরে গেলাম। অমর্ত্য সেনকে যাঁরা অসম্মান করছেন, তাঁদের বিবেকের দংশন হবে', নাম না করে বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Abhijit Gangopadhyay: 'কাউকে রেয়াত করা হবে না', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কুন্তল ঘোষের বাড়িতে টেটের ওএমআর শিট মেলায় বিস্মিত বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে, কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত নয়', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

WB News LIVE Updates: 'বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের চোখে দেখি, গৈরিকিকরণের চোখে দেখি না'

'বিজেপির নামাঙ্কিত কিছু গৈরিকধারী মানুষ রয়েছেন, বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের চোখে দেখি, গৈরিকিকরণের চোখে দেখি না', অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে বিস্ফোরক মমতা

West Bengal News LIVE Updates: অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

'জমি দখল' বিতর্কের মধ্যেই নোবেলজয়ীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। 'অমর্ত্য সেনকে যেভাবে অপমান করা হচ্ছে, আমি এর শেষ দেখে ছাড়ব', নাম না করে বিশ্বভারতীকে আক্রমণে মমতা

Mamata Banerjee at Amartya Sen House: 'জমি দখল' বিতর্কের মধ্যেই নোবেলজয়ীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

'রেকর্ড তুলে নিয়ে এসেছি, যা করার করুক, ফিরেই ডিএমকে নির্দেশ দেব', অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। 'জমি দখল' বিতর্কের মধ্যেই নোবেলজয়ীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। 'অমর্ত্য সেনকে যেভাবে অপমান করা হচ্ছে, আমি এর শেষ দেখে ছাড়ব', ল্যান্ড রেকর্ড তুলে নিয়ে এসেছি, যা করার করুক, বিশ্বভারতীকে চ্যালেঞ্জ মমতার। 

West Bengal News LIVE Updates: শান্তিনিকেতন গিয়েই প্রতীচিতে অমর্ত্য সেনের বাড়িতে মুখ্যমন্ত্রী

শান্তিনিকেতন গিয়েই প্রতীচিতে অমর্ত্য সেনের বাড়িতে মুখ্যমন্ত্রী। 'অনেক দিন ধরে সহ্য করছি, মিথ্যে বলছে, আমার কাছে জমির রেকর্ড আছে', নোবেলজয়ীর বাড়িতে গিয়েই নাম না করে বিশ্বভারতীকে আক্রমণে মমতা

Mamata Banerjee : পঞ্চায়েত ভোটের আগে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত ভোটের আগে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী। বোলপুরের হাট ঘুরে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাটের ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতাও করলেন। 

West Bengal News LIVE Updates: অবশেষে খোঁজ মিলল গোপাল দলপতির

অবশেষে খোঁজ মিলল গোপাল দলপতির, ইডি দফতরে নিজেই ফোন করলেন গোপাল দলপতি

Hiran Chatterjee News : 'অভিষেকের কাছে আত্মসমর্পণ করেছেন হিরণ' এবার দাবি অজিতের

বিজেপি বিধায়ক হিরণের বিরুদ্ধে এবার বিস্ফোরক অজিত মাইতি
দল বদলের জল্পনা মিটতে না মিটতেই কার্যত বোমা ফাটালেন তৃণমূল নেতা
'অভিষেকের কাছে আত্মসমর্পণ করেছেন হিরণ'
'সীমালঙ্ঘন করলে প্রকাশ করব বৈঠকের কথোপকথন'
'অভিষেকের অফিসের সব কথোপকথন প্রকাশ্যে আনব'
হঁশিয়ারি তৃণমূল বিধায়ক অজিত মাইতির

WB News Live : চাকরির দাবিতে রাস্তায় নেমে হামাগুড়ি দিলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের একাংশ

চাকরির দাবিতে রাস্তায় নেমে হামাগুড়ি দিলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের একাংশ। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে সোমবার দুপুর ১টা নাগাদ শহিদ মিনারের ধর্নামঞ্চ থেকে হাইকোর্ট ও বিধানসভা অভিযানের ডাক দেন তাঁরা। রাস্তায় নেমে হামাগুড়ি দিয়ে মিছিল করেন চাকরিপ্রার্থীরা। এক চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন।  

WB News Live : রাজ্যের মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল

আবাস যোজনা, ১০০ দিনের কাজের পরে এবার রাজ্যের মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় দল। এদিন বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি,  স্কুল এডুকেশন কমিশনার ও মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে বৈঠক করে ১১ জনের প্রতিনিধি দল। তাঁরা জানান, পাবলিক ডোমেনে যেসব তথ্য রয়েছে সেগুলিই পেয়েছেন তাঁরা। অনুসন্ধান চালিয়ে বাকি পরিসংখ্যান তাঁরা তৈরি করবেন। বৈঠক শেষে উত্তর ২৪ পরগনার একটি স্কুলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তাঁরা। মিড ডে মিল নিয়ে খোঁজ খবর নেন। 

Bengal News Live : ব্য়ারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল

মহাত্মা গাঁধীর ৭৫তম মৃত্যুবার্ষিকীতে ব্য়ারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন প্রার্থনা সভায় অংশ নেওয়ার পর শহিদ বেদীতে মালা দেন তিনি। মহিলাদের সঙ্গে চরকা কাটেন রাজ্যপাল। 

WB News Live : গাঁধী ভবনে বাম নেতাদের মালা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবস পালন ঘিরেও রাজনীতি। বেলেঘাটার গাঁধী ভবনে বাম নেতাদের মালা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরে তাঁরা ভিতরে ঢুকলে, প্রকাশ্যেই পুলিশকে ফোন করে ধমক দিতে শোনা গেল তৃণমূল নেতাকে।

West Bengal BJP News Live : এক সপ্তাহের তফাতে ফের রাজ্যে মোহন ভাগবত

এক সপ্তাহের তফাতে ফের রাজ্যে মোহন ভাগবত। ইসকন সভাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন আরএসএস প্রধান। চলতি মাসেই ১৮ থেকে ২৩ তারিখ- ছয় দিনের সফরে এরাজ্যে আসেন মোহন ভাগবত।

Kolkata Weather Live Updates : বৃহস্পতিবার থেকে ফের উত্তুরে হাওয়ায় বাড়বে ঠান্ডা

বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে ফের উত্তুরে হাওয়ায় বাড়বে ঠান্ডা। 
দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উপকূলের জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও আগামী ৩ দিন কুয়াশার দাপট চলবে। 

WB News Live Updates : শিলিগুড়িতে বন দফতরের খাঁচায় শেষমেশ ধরা পড়ল চিতাবাঘ

শিলিগুড়িতে বন দফতরের খাঁচায় শেষমেশ ধরা পড়ল চিতাবাঘ। গত একমাস আতঙ্কে সিঁটিয়ে ছিলেন শিলিগুড়ি শহরের বাসিন্দারা। তল্লাশি চালালেও চিতাবাঘের নাগাল পাননি বনকর্মীরা। অবশেষে রবিবার মিলল সাফল্য।

West Bengal News Live : আবার বিক্ষোভের মুখে দিদির দূত

মুর্শিদাবাদে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বড়ঞার তৃণমূল বিধায়ক। ভরতপুরের জজানে দিদির দূত জীবনকৃষ্ণ সাহাকে ঘিরে খারাপ রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।

Kolkata News Live Update : গড়ফার আবাসনে এক ব্যাঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

গড়ফার আবাসনে এক ব্যাঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পূর্বাচল মেন রোডের আবাসনের একটি ফ্ল্য়াট থেকে উদ্ধার হয় ব্যাঙ্ক কর্মী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ।

Bengal News Live Updates : শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বুধবার ফের তলব করল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বুধবার ফের তলব করল ইডি। সূত্রের খবর, শান্তনুর দুটি আই ফোনের মোবাইল বাজেয়াপ্ত করে বেশ কিছু তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

WB News Live : আজ নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি

যাত্রী পরিষেবা শুরু করার আগে প্রস্তুতি যাচাই করতে আজ নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। আজ চূড়ান্ত পরীক্ষায় পাস করলেই অরেঞ্জ লাইনের এই মেট্রো পথে ছাড়পত্র মিলবে। নিউ গড়িয়া থেকে রুবি নতুন মেট্রো রুট পাবে শহরবাসী।  

Mamata Banerjee News Update : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের একাংশের সঙ্গে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর

৩১ জানুয়ারি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের একাংশের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের । এরপর পয়লা ফেব্রুয়ারি বোলপুরের ডাকবাংলো মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। 

WB Weather News Live : আজও এক ধাক্কায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি নামল

আজও এক ধাক্কায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি নামল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১৫.৮ ডিগ্রিতে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি। শীতের আরও একটা স্পেল আসতে চলেছে রাজ্যে, জানাল আবহাওয়া দফতর।

DA Agitation Live : আজ চতুর্থ দিনে পড়ল, ২৮টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন

বকেয়া ডিএ-র দাবিতে আজ চতুর্থ দিনে পড়ল, ২৮টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। ডিএ নিয়ে রাজ্য সরকার দ্রুত কোনও ঘোষণা না করলে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শুক্রবার দুপুর থেকে শহিদ মিনারের নীচে ধর্নায় সামিল হয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চ। 

Mamata Banerjee News Live :  আজ বীরভূম যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কী কী কর্মসূচি

 বীরভূম যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে জেলার সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, জেলা কোর কমিটির সদস্য-সহ মোট ৭০ জনকে নিয়ে বৈঠক করবেন তিনি। 

WB News Live : সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। বেলা সাড়ে ১২টায় সল্টলেকের উন্নয়ন ভবনে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন তিনি। তারপর সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন করবেন।

প্রেক্ষাপট

কলকাতা: 'গণতন্ত্রকে রক্ষা করতে গেলে প্রতিবাদ করতেই হবে ,ইতিহাস (History), ভূগোল (Geography), মানবতা,সংবিধান, মৌলিক অধিকারের স্বার্থে প্রতিবাদ প্রয়োজন', বিদ্বেষমূলক মন্তব্যকে ঘৃণা করি, বইমেলার (Kolkata Book Fair) উদ্বোধনে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।  'আমি সমালোচনার ঊর্ধ্বে নই, আমার সমালোচনা হলে খুশি হই। পছন্দ না হলেও, মানতে হবে, সমালোচনা থেকে শিখতে পারি', বইমেলার উদ্বোধনে এসে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি- 


১। আবাস, ১০০দিনের কাজের পর এবার মিড ডে মিল। অনিয়মের অভিযোগের তদন্তে রাজ্যে কেন্দ্রীয় দল। ৪ জেলার সফর শুরু কাল উত্তর ২৪ পরগনা দিয়ে।
২। ডায়মন্ড হারবারে অভিষেকের পর্যালোচনা বৈঠক। বাকি ৪১টিতে কবে? প্রশ্ন শুভেন্দুর। মামলার হুঁশিয়ারি। সমালোচনার বদলে অনুসরণ করুক, পাল্টা শান্তনু।
৩। আলিপুরদুয়ারের সাংসদের পর বিজেপি বিধায়ক। ৪ দফা দাবিতে বাড়ির সামনেই তৃণমূলের বিক্ষোভ। দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা, কটাক্ষ বিজেপি।
৪। বিডিও-র পরে এবার পুলিশ। ফের তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি। 'যদিও কোনও পুলিশ অফিসার অভিযোগ না নেয়, তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বের করা হবে' 
৫। শাসক থেকে বিরোধী, ফের নিশানায় বিডিও।...'ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা এখন বেচারা দিদির অফিসার হয়ে গেছেন'
৬। এবার দিদির দূতকে বাঁশ দিয়ে গাছে বেঁধে রাখার দাওয়াই দিলীপের। ' আপনাদের গ্রামে দিদির দূত এলে বাঁশ গাছে বেঁধে রাখুন। জল পর্যন্ত খেতে দেবেন না'
৭। গ্রেফতারির সপ্তাহ পার, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত দলের।
৮। পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করতে কাল বীরভূমে মমতা। তৃণমূলনেত্রীকে স্বাগত জানাতে বোলপুর জুড়ে তোরণ। নেই জেলবন্দি কেষ্টর ছবি।
৯। ফের হাওড়ার নাজিরগঞ্জ। যুব তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব। ঘনিষ্ঠদের মারধর। অভিযুক্ত বিজেপিতে যাওয়া প্রাক্তন তৃণমূল নেতা গ্রেফতার।
১০। যুব তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব। অভিযুক্ত তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া গুড্ডু খান। ফিরেছেন শাসক দলেই,
দাবি শমীকের। আবেদন করলেও দল গ্রহণ করেনি, পাল্টা অরূপ।
১১। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনারে সরকারি কর্মীদের আন্দোলনের ২দিন পার। বুধবার রাজ্য জুড়ে ২ ঘণ্টা সরকারি দফতর, স্কুল, হাসপাতালে কর্মবিরতির ডাক।
১২। ডিএ-র দাবিতে অনড় সরকারি কর্মীরা। আন্দোলনে বিরোধীদের ইন্ধন দেখছে তৃণমূল। যে কোনও অধিকার আদায়ের লড়াইয়ের পাশে, পাল্টা বাম-বিজেপি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.