কলকাতা: আরটিপিসিআর টেস্টের (RTPCR Test) খরচ কমাল রাজ্য সরকার (West Bengal Government)। ৯৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করা হল আরটিপিসিআর টেস্টের খরচ। পরীক্ষার কিট এবং অন্যান্য সরঞ্জামের বাজারদর কমাতেই খরচ কমানোর নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। সাফ জানানো হয়েছে, আরটিপিসিআর টেস্টের ক্ষেত্রে ৫০০ টাকার বেশি নেওয়া যাবে না কারও কাছ থেকে। 


জ্বর, শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকলে, কোভিড রোগীর সংস্পর্শে এলে এবং বিমানযাত্রার ক্ষেত্রে মূলত করোনা পরীক্ষা করান নাগরিকরা।  এ ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত উপায় হল এই আরটিপিসিআর টেস্ট। এটি কার্যত শরীরে নোভেল করোনাভাইরাসের উপস্থিতিকে হাতেনাতে ধরার পরীক্ষা। এর মাধ্যমে নাকের ভিতর এবং গলার গভীর অংশ থেকে কোষ নিয়ে পরীক্ষা হয়। তাতে ভাইরাসের অস্তিত্ব রয়েছে কি না, তার ভিত্তিতেই পজিটিভ বা নেগেটিভ রিপোর্ট দেওয়া হয় রোগীকে। 


আরও পড়ুন: Kalighat Temple: খুলে গেল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, বিধি-মেনে প্রবেশে অনুমতি


এর আগেও, একাধিক বার বেসরকারি জায়গায় করোনা পরীক্ষার খরচ কমিয়েছে রাজ্য। প্রথম দিকে করোনা পরীক্ষা বাবদ সাড়ে ৪ হাজার টাকা নেওয়া হতো বেসরকারি জায়গায়। তা কমিয়ে ২ হাজার ২৫০ টাকায় নিয়ে আসে রাজ্য সরকার। তার পর প্রথমে ১ হাজার ৫০০ এবং পরে ১ হাজার ২০০ টাকা করা হয়। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন, আরটিপিসিআর বাবদ ৯৫০ টাকার বেশি নেওয়া যাবে না। এ বার তা আরও কমানো হল। 


তবে এ বছর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) পরীক্ষা নিয়ে যে নির্দেশিকা প্রকাশ করে, তাতে বলা হয়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই। করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন অথচ উপসর্গ নেই, এমন ব্যক্তিদেরও পরীক্ষার প্রয়োজন নেই বলে জানানো হয়।  ওমিক্রনের প্রকোপে সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, সেই পরিস্থিতিতে তাদের এমন নির্দেশিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।