রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: নাকা চেকিংয়ে (Naka Checking) উদ্ধার হল ২০ লক্ষ টাকা (Money Recovery)। টাকার হিসেব দিতে না পারায় জলপাইগুড়িতে (Jalpaiguri) পাঁচ ব্যবসায়ীকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। এই অঙ্কের টাকা নগদে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? খতিয়ে দেখতে শুরু করেছেন রাজগঞ্জ থানার তদন্তকারী পুলিশ আধিকারিকরা।


যা ঘটেছে...
গত কাল রাতে রাজগঞ্জ থানার অন্তর্গত হাতি মোড় এলাকায় নাকা তল্লাশি চলছিল। সেই সময়ই শিলিগড়ি থেকে জলপাইগুড়ির দিকে আসা একটি গাড়ি থেকে নগদ ২০ লক্ষ ৪৬ হাজার টাকা খুঁজে পায় পুলিশ। গাড়িতে থাকা পাঁচ ব্যবসায়ীকে এই নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, এই অঙ্কের অর্থ নিয়ে কোথায় যাচ্ছিলেন তাঁরা? উদ্দেশ্যই বা কী ছিল? পুলিশের দাবি, পাঁচজনের কেউই সদুত্তর দিতে পারেননি। তাই তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে পুলিশের বক্তব্য। এর আগে, গত মাসেই পার্ক স্ট্রিটে একটি গাড়ি থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়।


পার্ক স্ট্রিটে টাকার খোঁজ...
কলকাতায় 'যকের ধন'! পার্ক স্ট্রিটে গাড়ি থেকে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল গত মাসে। কলকাতা পুলিশের এসটিএফ ও গুন্ডাদমন শাখার অভিযানে উদ্ধার ১ কোটি টাকা। প্রথমে উদ্ধার হয়েছিল ৫০ লক্ষ, পরে জানা যায় উদ্ধার হওয়া অঙ্কের পরিমাণ ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। গ্রেফতার করা হয় রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক বাসিন্দাকে। সেবার নির্দিষ্ট খবরের ভিত্তিতে পার্ক স্ট্রিটে একটি গাড়ি থামায় পুলিশ। সেই গাড়ির ডিকি খুলতেই উদ্ধার হয় যকের ধন। পাঁচশো, দু'হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে। যে টাকা কার বা কীসের প্রশ্ন করা হলেও যার সদুত্তর না মেলায় গাড়িতে থাকা ব্যবসায়ী রাজেশ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ। খবর মিলেছিল, গাড়িতে করে টাকা পাচার করা হচ্ছে। যার পরই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়েই মেলে বিপুল অর্থের খোঁজ। এই টাকা কীসের, কার, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ,তারপরে তাঁকে পার্ক স্ট্রিট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর কাজ শুরু করে কলকাতা পুলিশ। কিছুদিন আগেই গড়িয়াহাটেও গাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অর্থ। বস্তুত, তার আগেও গত কয়েকদিন ধরে কলকাতা থেকে জেলা একাধিক জায়গা থেকেই উদ্ধার হয়েছে যকের ধন। গাড়ি থেকে অর্থ উদ্ধার ছাড়াও বালিগঞ্জ, বড়বাজার সহ একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছিল অর্থ। পরপর অর্থ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছিল তীব্র রাজনৈতিক তরজাও। 


আরও পড়ুন:'তৃণমূল নেতাকে ফোনে হুমকির' অভিযোগ, কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের আগাম জামিন হাইকোর্টে