মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : যুদ্ধ চলছে ইউক্রেনে! বহু এলাকাই কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। ইতিমধ্যেই দুশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যেই ইউক্রেনে আটকে রয়েছেন হাজার হাজার ভারতীয়। তাঁদের অনেকেই আবার বাংলার বাসিন্দা।



অভিযোগ, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের অনেকের উপরই অত্যাচার করা হচ্ছে ! এই অবস্থায়, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায়, আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে ইউক্রেনের প্রতিবেশী দেশে যাচ্ছেন মোদী সরকারের চার মন্ত্রী।


এরই মধ্যে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন পানাগড়ের বাসিন্দা জ্যোতি সিংহ। গতবছরের সেপ্টেম্বরে ইউক্রেনে ডাক্তারি পড়তে যান জ্যোতি। থাকতেন কিভের কাছাকাছি এক শহরে।  ভারতীয় দূতাবাস থেকে বাসে করে পৌঁছে দেওয়া হয় রোমানিয়া সীমান্তে। সেখান থেকে বিমানে চড়ে রবিবার দিল্লি পৌঁছন জ্যোতি। এরপর ট্রেনে চড়ে গতকাল দুপুরে নামেন দুর্গাপুরে। ইউক্রেন-ফেরত মেডিক্যাল পড়ুয়ার দাবি, ইউক্রেন আটকে পড়া অসংখ্য ভারতীয় পড়ুয়া চূড়ান্ত সঙ্কটে রয়েছেন। মিলছে না পর্যাপ্ত খাবার ও পানীয় জল। বাঙ্কারে হিমঠান্ডায় দিন কাটছে তাঁদের। অবিলম্বে দেশে ফেরানো না হলে ওই পড়ুয়ারা আরও সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা।

অন্যদিকে, ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে আরেক পড়ুয়া হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা সায়ন পান। পরিবার সূত্রে খবর, হাঁড় কাঁপানো ঠান্ডায় রোমানিয়া সীমান্তে খোলা আকাশের নিচে দিন কাটছে তাঁর। ঘরের ছেলে কীভাবে ঘরে ফিরবে, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে সুদূর ইউক্রেনে পাড়ি দিয়েছিল যে ছেলে, তাঁর জন্য দুশ্চিন্তায় ঘুম উড়েছে হাওড়ার ডোমজুড়ের পান পরিবারের। ২০২০ সালের ডিসেম্বর মাসে সেখানে ভর্তি হন। এখন নিজের দেশে ফিরতে মরিয়া সায়ন। পরিবার সূত্রে খবর, শনিবার বিকেলে নিজেদের উদ্যোগে বাসভাড়া করে ভিনিসতিয়া থেকে ইউক্রেনের রোমানিয়া সীমান্তে পৌঁছেছেন সায়ন সহ একদল ভারতীয় পড়ুয়া। রোমানিয়া থেকে বিমান ধরে দেশে ফেরার চেষ্টা করছেন তাঁরা।

এরই মধ্যে ৭ টি এয়ার ইন্ডিয়া বিমানে ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে। 







আরও পড়ুন :


শান্তি-আলোচনা ব্যর্থ, ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনা