কলকাতা: এবার দলে শুদ্ধিকরণের বার্তা দিলেন তৃণমূল সাংসদ। যারা পরিষেবার বিনিময়ে মানুষের থেকে টাকা চাইছে, তাদের জুতোপেটার দাওয়াই সায়নী ঘোষের (Saayoni Ghosh)। গতকাল অনুষ্ঠানে গিয়ে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বলেন, "যারা দলে বদনাম করে এবং দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে, পরিষেবা দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে, তাদের জুতোপেটা করুন।''

  


'শুদ্ধিকরণের' বার্তা: দুর্নীতিতে অভিযুক্ত দলীয় কর্মীদের জন্য এবার দাওয়াই দিলেন তৃণমূলের বিধায়ক এবং সাংসদ। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে প্রীতি সম্ভাষণ নয়, কড়া বার্তা দিলেন সওকত মোল্লা ও সায়নী ঘোষ। রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে সেখানেই দলের ছোট-বড় নেতারা কেউ টাকা চাইলে চড় মারার নির্দেশ দেন তৃণমূল বিধায়ক। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা বলেন, "আমাদের কোনও নেতা সে বুথের নেতা হোক, অঞ্চলের নেতা হোক, ব্লকের নেতা হোক, বিধানসভার নেতা হোক, পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির সদস্য হোক, কিংবা জেলা পরিষদের সদস্য হোক, যদি কারও কাছে এক টাকা ঘরের জন্য় চাইতে যায়, গালে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে খবর পাঠাবেন।''

এর আগে আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কখনও কখনও গ্রামবাসীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে শাসক-নেতাদের। সওকতের বক্তব্যকে সমর্থন জানিয়ে একধাপ এগিয়ে দুর্নীতিতে অভিযুক্তদের জুতোপেটা করার কথা বলেন সাংসদ সায়নী ঘোষ। যাদবপুরের তৃণমূল সাংসদ বলেন, "দলকে যারা বদনাম করার চেষ্টা করছে, যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে, যারা মানুষকে নানান পরিষেবা দেবে বলে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে, তাদের গালে শুধু দু’টো থাপ্পড় নয়, তাদেরকে জুতোপেটা করা উচিত বলে আমি মনে করি।''


এদিকে দুই পরিবারের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ ওঠে বীরভূমের কীর্ণাহার থানার OC-র বিরুদ্ধে। যার সূত্রপাত বাড়ি করা নিয়ে ঝামেলা থেকে। আর তোলা চাওয়ার অভিযোগ তুলে পুলিশ সুপারের কাছে OC-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দুই পরিবার। অভিযোগ, বাড়ি দোতলা করার জন্য একজনের কাছে একলক্ষ টাকা, একতলা বাড়ির জন্য আরেকজনের কাছে ৫ হাজার টাকা দাবি করেন কীর্ণাহার থানার OC আশরাফুল শেখ। দুটি ক্ষেত্রেই বাড়ি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ ছিল। এর আগে বোলপুরের SDPO-র দ্বারস্থ হন অভিযোগকারীরা। আজ সিউড়িতে পুলিশ সুপারের কাছে গিয়ে OC-র বিরুদ্ধে অভিযোগ জানায় দুই পরিবার। এই নিয়ে মন্তব্য করতে চাননি কীর্ণাহার থানার OC আশরাফুল শেখ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Tanmay Bhattacharya: ৪০ কেজি ওজনের মহিলার কোলে ৮৩ কেজি ওজনের পুরুষ বসলে ফিট থাকে কি না জানি না: তন্ময় ভট্টাচার্য