কলকাতা: সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে (Tanmay Bhattacharya) জিজ্ঞাসাবাদ করল পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তন্ময় ভট্টাচার্য। পরিকল্পিত কুৎসা, অভিযোগ উড়িয়ে দাবি করেছেন প্রাক্তন সিপিএম বিধায়ক। 


তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ: এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সোমবার বরানগর থানায় ডেকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তন্ময় ভট্টাচার্যকে। ইতিমধ্যেই দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। যদিও অভিযোগ অস্বীকার করে পরিকল্পিত কুৎসা বলে মন্তব্য করেছেন সাসপেন্ডেড সিপিএম নেতা। ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের এক জন পুরুষ মানুষ যদি ৪০ কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন, তা হলে সেই মহিলা শারীরিক ভাবে ফিট থাকে কি না, আমি জানি না। এটা পরিকল্পিত কুৎসা।


মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে। যার ভিত্তিতে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে FIR। সোমবার বরানগর থানায় ডেকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তন্ময় ভট্টাচার্যকে। অভিযোগকারী মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেছিলেন। তখনই সিপিএম নেতা তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপরই বরানগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৫-এর ২ ধারায় মামলা হয়েছে। এই অভিযোগ ওঠার পর, দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম।

সাংবাদিকের অভিযোগ বলেন, "অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে, হাতে হাত দিয়েছেন বা একটা ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে। ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Malda News: মিলল না অ্যাম্বুলেন্স, রোগীকে নিয়ে যাওয়ার জন্য ভরসা খাটিয়া; ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক