উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : বৃহস্পতিবার শুরু হচ্ছে DYFI’এর সর্বভারতীয় সম্মেলন। যার অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এক সময় রাজ্যে ক্ষমতায় থাকা বামেরা ক্রমশ শক্তি হারাচ্ছে। কেন এই অবস্থা? এই নিয়ে মুখ খুললেন তিনি।
প্রয়োজন ফেলুদাকে?
২০১৯-এর লোকসভা ভোটে আসন শূন্য। দু’বছর পর, ’২১-এর বিধানসভা ভোটেও একই ফল। যদিও, কলকাতা পুরভোটে প্রাপ্ত ভোটের হারে, বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বাম। একা সিপিএমের প্রাপ্ত ভোটের হারও, বিজেপির থেকে বেশি ছিল। পাশাপাশি তৃণমূল যে ওয়ার্ডগুলিতে জেতে, তার মধ্যে বেশিরভাগ আসনেই দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থীরা। কিন্তু, যে দল ৩৪ বছর এই রাজ্য শাসন করেছে, তাদের কেন এখন এই হাল? উত্তর খুঁজতে কি প্রয়োজন ফেলুদাকে? তবে সব্যসাচী বলছেন , না, কোনও প্রয়োজন নেই, বামেরা নিজেরাই উঠে আসতে পারবে। বামেদের ভুল নেতারাই চিহ্নিত করতে পারবেন, কোনও গোয়েন্দার প্রয়োজন নেই।
'একদিন মানুষ বুঝবে'
বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে সিপিএমের যুব সংগঠন DYFI’এর সর্বভারতীয় সম্মেলন। যার অভ্যর্থনা কমিটির সভাপতি করা হয়েছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। সেই উপলক্ষ্যে সোমবার DYFI’এর রাজ্য দফতরে এসেছিলেন তিনি। বারবার ভোটে ভরাডুবি নিয়ে বামপন্থী এই অভিনেতার দাবি, এখন মানুষকে বোঝানো না গেলেও, একদিন তারাই ভুল বুঝবে। l তিনি আরও বলেন, মানুষকে বোঝানো যাচ্ছে না, আর সেকারণেই ভোটের বাক্সে তা প্রতিফলিত হচ্ছে না, তবে মানুষ একদিন নিজেরাই এই ভুল বুঝতে পারবে । DYFI’এর তরফে জানানো হয়েছে, এবারের সম্মেলনে সারাদেশ থেকে ৫০০ জনেরও বেশি প্রতিনিধি আসছেন। চারদিন ধরে বেকারত্ব, মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলন শেষ হবে ১৫ তারিখ।
আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে পথে নামল ডিওয়াইএফআই
অন্যদিকে , ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে পথে নামল ডিওয়াইএফআই। বাম ছাত্র-যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে এদিন হাওড়ার আমতায় আনিসের বাড়ির সামনে থেকে শুরু হল মিছিল। নেতৃত্বে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। হাওড়ার বিভিন্ন এলাকা ঘুরে বৃহস্পতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে শেষ হবে মিছিল।ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের হুঁশিয়ারি, আনিস খানের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে শনিবার থেকে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে বাম ছাত্র-যুব সংগঠন।
Sabyasachi Chakrabarty : ' নিজেরাই উঠে আসতে পারবে' রাজ্যে বামেদের হাল ফেরার বিষয়ে প্রত্যয়ী ' ফেলুদা '
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2022 11:22 AM (IST)
Edited By: Nibedita Bhattacharya
Sabyasachi Chakrabarty On Left Front : যে দল ৩৪ বছর এই রাজ্য শাসন করেছে, তাদের কেন এখন এই হাল? উত্তর খুঁজতে কি প্রয়োজন ফেলুদাকে?
অভিনেতা সব্যসাচী চক্রবর্তী
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
10 May 2022 11:10 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -