কলকাতা: সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নিজের ট্যুইটারে তিনি লিখেছেন, দুঃখের খবর- আজ সকালে মুম্বইয়ে প্রবীণ ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যু বেদনাদায়ক। রাজনীতির বাইরেও তাঁর সঙ্গে দারুণ সম্পর্ক ও ব্যক্তিগত সখ্যতা ভাগাভাগি করেছি। তার পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আন্তরিক সমবেদনা। ওম শান্তি। 


 






প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। মাসকয়েক ধরে ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে। আজ সকালে জীবনাবসান। মুম্বই থেকে আজই কলকাতায় আনা হবে মরদেহ। কলকাতা বিমানবন্দরে উপস্থিত থাকবেন দুই মন্ত্রী শশী পাঁজা ও সুজিত বসু। পিস হাভেনে রাখা হবে সাধন পাণ্ডের মরদেহ। আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে। 


১৯৫০ সালের ১৩ নভেম্বর জন্ম সাধন পাণ্ডের। উত্তর কলকাতার ৯ বারের অপরাজিত বিধায়ক। এর মধ্যে ৬ বার কংগ্রেসের হয়ে জিতেছেন বড়তলা বিধানসভা কেন্দ্র থেকে।১৯৯৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সাধন পাণ্ডে। ২০১১ থেকে তিনি মানিকতলার বিধায়ক। দীর্ঘদিন ধরে ক্রেতা সুরক্ষা ও স্বনিযুক্তি দফতরের দায়িত্ব সামলেছেন।


সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রবীণ সতীর্থ, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বইতে প্রয়াত হয়েছেন৷ তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে অসাধারণ সম্পর্ক ছিল৷ এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত৷ তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের আন্তরিক সমবেদনা৷