কলকাতা: আজই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande Demise)। সকালে মুম্বইয়ে (Mumbai) মৃত্যু হয়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সাধন পাণ্ডের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মন্ত্রী সাধন পাণ্ডে ও তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্ভবত কোনও অনুষ্ঠানের ছবি। ক্যাপশনে শোকপ্রকাশ করে অভিনেত্রী লেখেন, 'আমাদের প্রিয় সাধন পাণ্ডের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমাদের খুব কাছের সাধনদা। অদম্য সাহস এবং আত্মবিশ্বাসী একজন মানুষ। আমাদের জন্য ব্যক্তিগত ক্ষতি। তাঁর সেবা এবং সমাজের প্রতি অবদানের জন্য আমরা সবাই তাঁর কাছে ঋণী। একজন দয়ালু এবং উদার মানুষ যিনি এতদিন সেবা করেছেন। আপনাকে খুব মিস করব। আপনার আত্মার শান্তি কামনা করি।'


 






এদিন সকালে ট্যুইটারে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লেখেন, 'দীর্ঘদিন ধরে সুন্দর সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা।'


আরও পড়ুন: Manoj Tiwary: 'বাংলার জনগণ ও তৃণমূলের বড় ক্ষতি' সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ মনোজ তিওয়ারির


দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। সামলেছেন রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর। উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক সাধন পাণ্ডে। টানা ৬ বার জিতেছেন বটতলা বিধানসভা কেন্দ্র থেকে। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী। কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে ছিলেন সাধন পাণ্ডে।