কলকাতা: প্রযোজনা আর অভিনয়, দুয়ের দায়িত্বেই রয়েছেন তিনি। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে শ্যুটিং। এখন কেবল অপেক্ষা মুক্তির। জোরকদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ইতিমধ্যেই মিউজিক ভিডিওর কাজও করে ফেলেছেন তিনি। কবে দর্শকেরা দেখতে পাবেন নতুন ছবি 'চিনেবাদাম' (Chine Badam)? এবিপি লাইভকে জানালেন এনা সাহা। 

নায়িকা হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবির প্রযোজনার দায়িত্বও সামলেছেন এনা সাহা (Ena Saha)। নতুন ছবি, নতুন জুটি, কতটা আশাবাদী অভিনেত্রী ও প্রযোজক? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে এনা বলছেন, 'আমার চরিত্রটা খুব সাদামাটা। যেমন আর ৫টা মেয়ে হয়, তেমনই। রোজকার জীবনের মত অভিনয় করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে ভালোলাগারও। এর আগে যশের সব বাংলা ছবির গান আমি শুনেছি। এসওএস কলকাতায় ওর সঙ্গে কাজও করেছি। তবে সেখানে আমাদের চরিত্র প্রেমিক প্রেমিকার ছিল না। এই প্রথম আমরা একে অপরের বিপরীতে অভিনয় করলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবি মুক্তির।' ছবিতে এনার চরিত্রের নাম তৃষা।

আরও পড়ুন: Montu Pilot: অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে ভাঙাগড়ার সুযোগ করে দেয় মন্টু পাইলট: সৌরভ

'চিনে বাদাম' ছবিতে এনার সঙ্গে জুটি বেঁধেছেন যশ। ছবির পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। পর্দায় দর্শক কবে দেখতে পাবেন যশ ও এনার জুটিকে? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে এনা বললেন, আমরা পরিকল্পনা করছি গরমের ছুটিতে চিনে বাদাম মুক্তির। মে মাসের শেষের দিকে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বড়পর্দাতেই মুক্তি পাবে চিনেবাদাম।'

পুরনো দিনের মত একসঙ্গে বসে আড্ডার সময় কার্যত ফুরিয়েছে। ভার্চুয়াল পৃথিবীতে এখন নিজেদের মুঠোফোনেই সময় কাটাতে ব্যস্ত সবাই। পুরনো বন্ধুত্বকে ফিরিয়ে আনার গল্পই বলবে 'চিনেবাদাম'। নতুন চরিত্র নিয়ে কী কী আশা রয়েছে যশের? অভিনেতা বলছেন, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।' ছবিতে যশের চরিত্রের নাম ঋষভ সেনগুপ্ত।