কলকাতা : ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় ২ দিন ধরে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । এর মধ্য়েই কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Sadhvi Niranjan Jyoti )।


সূত্রের খবর, কলকাতায় শনিবার শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে সাংবাদিক বৈঠক করতে পারেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী। এভাবে বাংলায় এসে কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্য সরকারকে আক্রমণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  


১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে দিল্লিতে গেলেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী দেখা করেননি, দিল্লি পুলিশ দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে, ফের অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির দাবি, তৃণমূলই একেক সময় একেক কথা বলে টালবাহানা করেছে।                                                                         


গত ৩ তারিখ থেকেই তৃণমূলের দিল্লি কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় মন্ত্রীর বাকযুদ্ধ অব্যাহত। 'পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী'  দিল্লি থেকে কলকাতায় ফিরে ফের মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  টাকা আটকানোর অভিযোগ তুলছে তৃণমূল। পাল্টা জবাব দেন মন্ত্রীও। ' ওঁদের সামনেই তথ্য তুলে ধরতাম। এই কারণেই পালিয়ে গেছেন তৃণমূলের প্রতিনিধিরা।' পাল্টা দাবি করেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। 


তবে, কলকাতায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, স্বাগত জানিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। 'রাজভবনের ধর্নায় থাকা বঞ্চিত পরিবারের সঙ্গে কি দেখা করবেন নিরঞ্জন জ্যোতি? আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদি তা না হয় তাহলে বুঝব বিজেপি ক্যামেরা ভালবাসে, মানুষ নয়', এদিন সোশাল মিডিয়ায় এমনই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেসের। 


আরও পড়ুন, মৃতের সংখ্যা বাড়ছে রোজই, তিস্তার জলে বাংলায় ভেসে এল আরও ২৬টি মৃতদেহ


এদিকে দু'রাত পার, রাজভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি। 'কলকাতায় এসে ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করুন, পাহাড়ের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা প্রশাসন করছে, রাজ্যপাল দার্জিলিঙে কেন?' বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন