কলকাতা: ইডি হেফাজতেই থাকতে হবে সায়গল হোসেনকে (Saigal Hossain)। অনুব্রতর (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনের ৮ দিনের ইডি হেফাজতের নির্দেশ। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সায়গল হোসেনকে পেশ করে ইডি। সায়গলকে আরও ৮ দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে ইডি (ED)। পরিবারের কয়েকজন সদস্যের মুখোমুখি বসিয়ে সায়গলকে জেরা করতে চায় ইডি। সায়গলের মা, স্ত্রী ও শ্যালককে ফের তলব করেছে ইডি।


ইডি হেফাজতে সায়গল: আপাতত ED’র হেফাজতেই থাকতে হবে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসনকে। তাঁর আরও ৮ দিনের ED হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার, সায়গল হোসনকে আদালতে পেশ করে ED’র আইনজীবী বলেন, তদন্তে নতুন তথ্য হাতে এসেছে। সায়গল হোসেনের মা-স্ত্রী ও শ্যালককে তলব করা হয়েছে। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। তাঁরা আসেননি। ফের তাঁদের তলব করা হয়েছে। ED’র আইনজীবী আরও বলেন, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ৮ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। গরু পাচারের কোটি কোটি টাকা কোথায় গেছে, আমরা তা খুঁজে বের করতে চাই।


পাল্টা, সায়গল হোসেনের আইনজীবী বলেন, চাপ দিয়ে কিছু নাম বলানোর চেষ্টা করছে ED। যাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলা হচ্ছে, তাঁদের তো কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে পারে। এখানে এনে জিজ্ঞাসাবাদ করার কী আছে? এরপর ED’র আইনজীবী বলেন, কোনও থার্ড ডিগ্রি অত্যাচার করা হচ্ছে না। প্রতিদিনের মেডিক্যাল রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে। দু’পক্ষের বক্তব্য শোনার পর, সায়গল হোসেনের ৮ দিনের ED হেফাজতের নির্দেশ দেয় আদালত।


CBI এর পর এবার ED। গরু পাচারকাণ্ডের তদন্তে এবার ED’র নজরে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। তলব করা হল দিল্লিতে ED অফিসে। বর্তমানে দিল্লিতে ED’র হেফাজতে আছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। শুক্রবারই তাঁকে আরও ৮ দিনের জন্য হেফাজতে পেয়েছে ED...আর এদিনই দিল্লিতে তলব করা হল সুকন্যা মণ্ডলকে। ২ নভেম্বর তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ED। ওই দিনই অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাবতীয় নথি নিয়ে তাঁকে হতে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


আরও পড়ুন: Suvendu Adhikari: 'রাজ্য ঋণ দেবেন না, ঋণ দিলে অপব্যবহার', কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আবেদন শুভেন্দুর