উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আজ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (Ballygunge ByPoll 2022) গণনা। এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। এবং লক্ষ্য করার বিষয়, প্রত্যেক রাউন্ড গণনার শেষে তৃণমূলের সঙ্গে প্রাপ্ত ভোটের পার্থক্য কমছে বামেদের (Left)। এমনকী দুটি কেন্দ্রে এগিয়ে রয়েছে বাম। এমন পরিস্থিতিতে এবিপি আনন্দের প্রতিনিধিকে কী জানালেন সায়রা শাহ হালিম? 


বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিমের প্রতিক্রিয়া 


সতেরো রাউন্ডের গণনা শেষে ১৭ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন সায়রা। কী তাঁর প্রথম প্রতিক্রিয়া? সায়রা শাহ হালিমের কথায়, 'আমাদের নৈতিক জয় (moral victory) হয়েছে। কারণ আমাদের জনসমর্থন ব্যাপকভাবে বেড়েছে। আমাদের ভোট শেয়ার প্রায় ৩৪ শতাংশ বেড়েছে। আর যেমনটা লোকমুখে প্রচার করা হচ্ছিল তৃণমূলের বিকল্প বিজেপিই, সেটা আমরা সম্পূর্ণরূপে ভাঙতে পেরেছি। ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা রমজানের মাসে এসে ভোট দিয়েছেন, সভ্য সমাজের পক্ষে ভোট দিয়েছেন। যাঁরা বাম কর্মী রয়েছেন তাঁরাও আমার হয়ে প্রচার করেছেন। মাটির সঙ্গে জড়িয়ে যেসব কমরেডরা রয়েছেন তাঁদেরও শুভেচ্ছা। আমরা কঠিন প্রতিযোগিতা দিয়েছি। গোটা রাজ্য সরকার তৃণমূলের পক্ষে থাকা সত্ত্বেও আমরা বেশ টক্করের লড়াই দিয়েছি। ফলে সকল সহযোগীর কাছে আমার আন্তরিক ধন্যবাদ।'


২০২১-এর তুলনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ২৫ শতাংশ ভোট বেড়েছে। এতটা কি আশা করেছিলেন? সায়রা শাহ হালিমের কথায়, 'এটা আমাদের পরিশ্রমের ফল। আর এবার পশ্চিমবঙ্গের মানুষের কাছে এমনই বার্তা পাঠানো গেল যে বামই একমাত্র বিকল্প। আমাদের নিজেদের প্রার্থী নির্বাচন এবং সাধারণ মানুষের সহযোগিতাই এর কারণ।'



আরও পড়ুন: Byelection Results 2022: কার দখলে বালিগঞ্জ? আসানসোল ধরে রাখতে পারবে বিজেপি?


বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিম


প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই প্রচারে নামেন বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। প্রচারে নেমে দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন মানুষ তাঁদের পক্ষেই ভোট দেবেন। সেদিন তিনি বলেন, 'কে হেভিওয়েট, কে লাইটওয়েট জানি না, আমাদের আদর্শ হেভিওয়েট তাই মানুষের আমাদের পক্ষেই ভোট দেবেন।‘