বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা, দুটি কেন্দ্রেই লড়াই হয়েছে চতুর্মুখী। আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই ছিল তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে। অন্যদিকে, বালিগঞ্জে তৃণমূলের বাজি বাবুল সুপ্রিয়। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের হয়ে দাঁড়ান নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামান চৌধুরী।
বালিগঞ্জ (Ballygunge Bypoll)
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোটগণনা হবে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে। ১৯ রাউন্ড গণনা হবে। ভোটগণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা মোতায়েন রয়েছে। অবাঞ্ছিত ভিড় এড়াতে রাস্তার সামনে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। ালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারে দেখা গিয়েছে নানা রং। কচিকাঁচাদের সঙ্গে কিক বক্সিং, ফুটবলে মাতেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমও করেন জনসংযোগ।
আসানসোল ( Asansol Bypoll )
আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই ছিল তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে। তবে নজর অগ্নিমিত্রা ও শত্রুঘ্নর দিকেই। ১১টি হলে ১৩৮টি টেবলে ১৪ থেকে ১৮ রাউন্ড গণনা হবে আসানসোলে।
অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোটগণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। ১১টি হলে ১৩৮টি টেবলে ১৪ থেকে ১৮ রাউন্ড গণনা হবে।
আরও পড়ুন : ঝড়ের গতিতে এগোচ্ছেন , ' আগের দলের হয়ে ২ গোল করলে এখন ১০ গোল করব' বললেন বাবুল