বাচ্চু দাস, শিলিগুড়ি: নামজাদা সংস্থার নাম করে নকল প্রেসার কুকার, ওভেন, ইন্ডাকশন আনার অভিযোগ। ৬ জনকে আটক করল পুলিশ। সূত্রের খবর, অভিযগ বিভিন্ন কোম্পানির নাম করে নকল সামগ্রী মিরট থেকে নিয়ে এসে গ্রামগঞ্জ লটারির পুরষ্কার হিসেবে বিক্রি করা হত।
স্থানীয় সূত্রে খবর, মাঝেমধ্যে বড় বড় ট্রাক করে নিয়ে আসা হত ওই সামগ্রী। যা মজুত করা হত ভাড়াবাড়িতে। শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়। বাজেয়াপ্ত করা হয় লক্ষ লক্ষ টাকার কোম্পানির প্রেসার কুকার, ওভেন, ব্যাটারি সহ একাধিক সামগ্রী। পাশাপাশি আটক করা হয় ছয়জনকে। আটক হওয়া প্রত্যেকেই ভিন রাজ্যের বলে খবর।
দিনকয়েক আগে বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নাম করেও প্রতারণার অভিযোগ। অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল লক্ষাধিক টাকা। AMRI হাসপাতালের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থানায় এমন অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। একই অভিযোগ নিয়ে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন অনেকে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগকারী, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা প্রসেনজিৎ বেহারি নামে এক ব্যক্তি। হলদিয়া থানায় দায়ের করা এফআইআর-এ তাঁর দাবি, AMRI হাসপাতালে ডাক্তার দেখাবেন বলে ২২ মার্চ তারিখ ইন্টারনেটে সার্চ করছিলেন। সার্চ করতে করতে তিনি একটি ওয়েবসাইটে ঢোকেন। একটি নম্বর পেয়ে সেই নম্বরে ফোন করলেও তা বেজে যায়। কিছুক্ষণ পর একটি মোবাইল নম্বর থেকে ফোন আসে। AMRI হাসপাতালের চিকিৎসকের অ্যাাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার কথা বলে এক ব্যক্তি ইউপিআই-এর মাধ্যমে ১০ টাকা পাঠাতে বলেন। প্রসেনজিতের দাবি, ১০ টাকা পাঠানো না গেলেও পরের দিন তাঁর একটি অ্যাকাউন্ট থেকে ১ টাকা কাটা যায়। ওই দিন সন্ধ্যায় তাঁর ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ১ লক্ষ ৬ হাজার ৬৯৭ টাকা।এরপরই AMRI হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। জানতে পারেন, প্রতারিত হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে ১৬-১৭ জন একই অভিযোগ করে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন। কলকাতা পুলিশের সাইবাই ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Kunal Ghosh:'মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষে হয়নি,' বর্ধিত পার্কিং ফি নিয়ে মন্তব্য কুণাল ঘোষের