কলকাতা : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্যালাইনকাণ্ডে চিকিৎসকদের উপরেই দায় চাপিয়েছে রাজ্য সরকার। সিনিয়র এবং জুনিয়র চিকিৎসক-সহ সাসপেন্ড করা হয়েছে ১২ জনকে। অন্যদিকে একই দিনে আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার কাকদ্বীপের বাড়িতে হানা দিয়েছিল বিধাননগর পুলিশ। চালানো হয়েছে তল্লাশি। এই দুই ঘটনার প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তাররা। আজ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল রয়েছে তাঁদের। সাধারণ মানুষকেও এই মিছিলে আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
স্যালাইনকাণ্ডে চিকিৎসকদের সাসপেন্ড হওয়া এবং জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশ যাওয়া প্রসঙ্গে কী বলছেন আরেক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো
অনিকেতের কথায়, ২০১৫ সালে যখন এভাবে রোগী মৃত্যু হয়েছিল তখনও জানানো হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ২০২২, ২০২৩ সালে যখন আর জি কর, ন্যাশনাল মেডিক্যাল, কলকাতা মেডিক্যাল, ইমামবড়া হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল, বারাসাত হাসপাতালে এভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটাও জানানো হয়েছিল তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। স্বাস্থ্য ভবনেও দেওয়া হয়েছিল তথ্য। তাহলে তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? সেই দিনের গাফিলতির দায় কার? কেন কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা তখন নেওয়া হল না? তাহলে ওই মায়েদের মৃত্যুর দায় কার? স্বাস্থ্য ভবন সদুত্তর দিতে পারবে? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি কি এই দায় এড়াতে পারেন? ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করে দেওয়া হল। তাহলে আমরা যদি আজকে স্বাস্থ্যমন্ত্রীর সাসপেনশন দাবি করি, সেটা কি খুব অনৈতিক হবে? বিগত ২-৩ বছর ধরে বিভিন্ন সরকারি হাসপাতালে যে রোগী মৃত্য হচ্ছে, একই প্যাটার্নে প্রসূতিদের মৃত্যু হচ্ছে, তার দায় কার? মানবিক মূল্যবোধের দিক থেকে আপনি (স্বাস্থ্যমন্ত্রী) কোথায় যাবেন? অপদার্থতার জায়গা তৈরি করবেন না। সকলের সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে।
আমাদের আন্দোলন থেকে একাধিক দাবি তুলেছিলাম আমরা। আপনি শিক্ষক-চিকিৎসকের অপ্রতুলতা মেটাচ্ছেন না কেন? জিডিএমও নিয়োগ প্রয়োজন, সেটা করছেন না কেন? প্রান্তিক মানুষদের যাতে হাসপাতালে এসে বেড পেতে অসুবিধা না হয়, তার জন্য সেন্ট্রাল বেড মনিটর সিস্টেম চেয়েছিলাম, তার স্টেটাস কী আপনি বলুন? স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগে যে দুর্নীতি, এই ঘুঘুর বাসা তার সঠিক তদন্ত হোক আমরা চেয়েছিলাম। তার স্টেটাস কী আপনি বলুন? স্বাস্থ্য অধিকর্তা নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ চেয়েছিলাম আমরা, কেন চেয়েছিলাম তাও জানিয়েছিলাম। শুধুমাত্র ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করে তাঁদের ঘাড়ে দায় চাপিয়ে আপনি বাঁচাতে পারবেন না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট দ্রুত বৈঠক ডাকছে। সেখানে এই ১২ জন চিকিৎসকের সাসপেন্ড হওয়া এবং আসফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদে কী ব্যবস্থা নেওয়া হবে ঠিক হবে। আমরা এই সমস্ত ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি।