কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: শাসকের শাসন থেকে রেহাই নেই কলকাতার (Kolkata) প্রাক্তন পোস্ট মাস্টার জেনারেলেরও (Former Post Master General)। সল্টলেকে নিজের বাড়িতেই 'আক্রান্ত' কলকাতার প্রাক্তন পোস্টমাস্টার জেনারেল। সল্টলেক পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ। বাড়ির সামনেই গালিগালাজ, হুমকি, শারীরিক হেনস্থার অভিযোগ।                                                      


'আক্রান্ত' প্রাক্তন পোস্ট মাস্টার জেনারেল: ২৬ ডিসেম্বর 'হামলা', পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি। অভিযোগকারিণীর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর। হামলার অভিযোগ উড়িয়ে তৃণমূল কাউন্সিলরের স্বামী ভাস্কর সিংহ রায়ের দাবি, 'মিথ্যে অভিযোগ, দলের কোনও সম্পর্ক নেই, ব্যক্তিগত বিষয়'। ফ্ল্যাটছাড়া করে প্রোমোটিং করার চক্রান্তেই হামলার অভিযোগ। ফ্ল্যাটে গ্যারাজের পাশে নির্মাণকাজে আপত্তি করায় হামলার অভিযোগ। প্রোমোটার নই, পাল্টা উচ্ছেদ করার চেষ্টার পাল্টা অভিযোগ ভাস্করের।                                                                                                         


ঠিক কী অভিযোগ? 


অভিযোগকারিণী  বলেন, সম্প্রতি এই  বাড়ির একটি অংশ দিয়ে গিয়েছেন আমার বাবা। একতলার মালিক ছিলেন আমার দাদা। ২০১৮-তে দাদার মৃত্যু হয়। ওঁর স্ত্রী ও ছেলে ওই অংশ বিক্রি করে দেয় ভাস্কর সিংহ রায় নামে এক ব্যক্তিকে। অগাস্ট বাড়ির ওই অংশ কেনার পর থেকেই উত্ত্যক্ত করছেন। গালিগালাজ, হুমকি, শারীরিক হেনস্থা করছেন। আমি খুবই আতঙ্কিত। আমার ছেলেকে মারতে যাচ্ছিল। আমার গ্যারাজের তালা ভেঙে ফেলে দেন। প্রোমোটিংয়ের উদ্দেশ্যে এই কাজ করছেন। প্রায় প্রতিদিনই এরকম করছেন।                                                                                          


উচ্ছেদ করার চেষ্টার পাল্টা অভিযোগ: তৃণমূল কাউন্সিলরের স্বামী ভাস্কর সিংহ রায় বলেন, "বাড়ির এক তৃতীয়াংশ আমি কিনেছি। আমাকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি যাদের থেকে কিনেছি, তাঁদের সঙ্গে ওঁর কোনও বাক্যালাপ নেই।'' 


আরও পড়ুন: Suvendu Adhikari: 'যে ভূত সাদা খাতাতে চাকরি দিয়েছে, সেই ভূত আসবে' ফের কটাক্ষ শুভেন্দুর