কলকাতা: ২০১৪ প্রাইমারি টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সোমবার সকাল থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। অভিযোগ পুলিশি বাধা অগ্রাহ্য করে ছুটতে শুরু করলে শুরু হয় পুলিশি ধরপাকড়।
এদিকে তীব্র দাবদাহের মধ্যেই করুণাময়ী মোড়ে (Karunamoyee) দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাস্থলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তবে কেউই চিকিৎসার জন্য যেতে চাননি। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, প্রাপ্য না মিললে বিক্ষোভ জারি রাখবেন তাঁরা।
আন্দোলনে অনড় ২০১৪-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা: নিয়োগের দাবিতে গত ১৫ অক্টোবর মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে হাজির ২০১৮-র কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। এদিন SSC ধর্নামঞ্চের পাশেই জড়ো হন তাঁরা। পুলিশ এসে কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয়। অন্যদিকে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আন্দোলনে অনড় ২০১৪-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা। আজ ৬২ দিনে পড়ল তাঁদের ধর্না অবস্থান।
হাইকোর্টে মামলা করলেন ১ হাজার ৪০০ জন চাকরিপ্রার্থীর: প্রাথমিকে ৩ হাজার ৯২৯ শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই শূন্যপদে চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করলেন ১ হাজার ৪০০ জন চাকরিপ্রার্থী। শুনানি হতে পারে আগামী মঙ্গলবার।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে বৈঠকে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামীকাল রাজ্যের ৬৫৬টি বেসরকারি প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রকে বৈঠকে ডাকা হয়েছে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় এক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধারকে তলব করেছে ইডি। এবার বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে নিয়মে বাঁধতে বৈঠকে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। এক সময় রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষমতা যাঁদের হাতে ছিল, তাঁদের প্রায় সকলেই এখন হাজতে! তালিকায় যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন, তেমনই রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিরা। জেলে রয়েছেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন উপদেষ্টা, প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলেই! এ নিয়ে শাসকদলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়িয়ে চলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে, নিয়োগ সংক্রান্ত ঘোষণায় খানিকটা স্বস্তি চাকরিপ্রার্থীদের!
আরও পড়ুন: Jalpaiguri News: হাঁস-মুরগি খাওয়ার লোভই কাল হল, জালে আটকে ১৩ ফুটের অজগর ধূপগুড়িতে