কলকাতা: আর জি কর কাণ্ডের রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। রাজ্যে এবং রাজ্যের বাইরে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। এমনকি জাতীয় স্তরে যে I.N.D.I.A জোটের শামিল তৃণমূল, সেখান থেকেও সমালোচনার সুর শোনা যাচ্ছে। সেই আবহেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। (Akhilesh Yadav)


আর জি কর কাণ্ডে জাতীয় স্তর থেকেও শাসক এবং বিরোধীদের দলের রাজনীতিকরা মুখ খুলতে শুরু করেছেন। সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে অখিলেশ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মহিলা। অন্য় মহিলার কষ্ট, যন্ত্রণা বোঝেন উনি। সেই মতো ব্যবস্থাও নিয়েছেন। সিবিআই তদন্তের দাবি ছিল, সেটাও হচ্ছে। কিন্তু বিজেপি-র লোকজনের এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়।" (RG Kar Doctor Death Case)


অখিলেশ আরও বলেন, "অত্যন্ত জঘন্য ঘটনা ঘটেছে। চিকিৎসকরা কর্মবিরতিতে গিয়েছেন। কিন্তু এই ঘটনায় বিজেপি যে  রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তা বন্ধ করা দরকার।" বাংলাকে নিয়ে বিজেপি-র এত চিন্তা কবে থেকে হল, এই মর্মেও কটাক্ষ করেন অখিলেশ। অর্থাৎ আর জি করের ঘটনায় যাবতীয় কাটাছেঁড়ার মধ্যে মমতার পাশেই দাঁড়ালেন অখিলেশ। যে যে দাবি উঠেচিল, মমতা সেই মতো ব্যবস্থা নিয়েছেন বলেই মন্তব্য করলেন তিনি। 


আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণে উত্তাল গোটা দেশ। সেই আবহে I.N.D.I.A জোট থেকেও সমালোচনার সুর শোনা গিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গাঁধী আর জি করের ঘটনায় মেয়েদের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন, পাশাপাশি, অপরাধীদের আড়াল করার অভিযোগকে সামনে রেখে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে মুখ খোলেন। 


শুধু তাই নয়, আর জি করের ঘটনাকে উন্নাও, কাঠুয়া এবং হাথরসের সঙ্গে এক সারিতে বসান রাহুল। সেই নিয়ে তৃণমূলের তরফে কংগ্রেসকে আক্রমণ করা হয়। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে ধর্ষণের ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে এখনও পর্যন্ত, প্রশ্ন তোলেন খোদ মমতা। আর এই আবহেই মমতার পাশে দাঁড়ালেন অখিলেশ। মমতার সঙ্গে এমনিতে সুসম্পর্ক রয়েছে মমতার। I.N.D.I.A জোটে থেকেও কংগ্রেসকে টপকে অখিলেশের সঙ্গে আলাদা সখ্য দেখা গিয়েছে জোড়াফুল শিবিরের। সম্প্রতি কলকাতায় তৃণমূলের ২১ জুলাই সমাবেশেও শামিল হন অখিলেশ। সমালোচনায় বিদ্ধ অবস্থায় সেই অখিলেশকেই এবার পাশে পেলেন মমতা।