ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দইবড়া খেয়ে অসুস্থ কমপক্ষে ২৫ জন। একই মিষ্টির দোকান থেকেই সবাই খেয়েছিলেন বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বোলপুরের (Bolpur) শান্তিনিকেতনে। অসুস্থদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি। কেউ আবার বাড়িতেই চিকিৎসাধীন। এমনকি, খোদ ফুট সেফটি অফিসার এই দোকানের দইবড়া খেয়ে অসুস্থ।
দইবড়া খেয়ে অসুস্থ: বোলপুরে শান্তিনিকতনে জনপ্রিয় এই মিষ্টির দোকান। অভিযোগ, গত ৫ মার্চ এই দোকান থেকে দইবড়া খেয়েছিলেন অনেকে। এরপরই খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ আসতে শুরু করে। সোশাল মিডিয়ায় যা নিয়ে শোরগোল শুরু হয়। কেউ বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কেউ মহকুমা হাসপাতালে, কেউ ভর্তি বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে। কেউ বাড়িতেই চিকিৎসাধীন৷ এমনকি, খোদ ফুট সেফটি অফিসার এই দোকানের দইবড়া খেয়ে অসুস্থ। তাই বিরাট ক্ষোভ ছড়িয়েছে শহরজুড়ে। তবে এই ঘটনায় পুলিশে বা খাদ্য দফতরের কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ, এমনকী দইবড়া খেয়ে অসুস্থ খোদ বোলপুরের ফুড সেফটি অফিসার সঞ্জুয়ারা খাতুন৷ তিনিও তিন দিন ধরে চিকিৎসাধীন।
এদিন, ক্ষুব্ধ বোলপুরবাসী ওই দোকানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাটার নামিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয়৷ যদিও, খাদ্যে বিষক্রিয়ার কথা স্বীকার করে নেন মিষ্টির দোকানের মালিক। তিনি বলেন, "আমি ক্ষমা চাইছি সবার কাছে৷ আমাদের ভুলেই এমন ঘটনা ঘটেছে৷ তবে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। যাঁরা অসুস্থ তাদের ক্ষতিপূরণ দেব।"
মাসখানেক আগে দুবাই ঘুরতে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন কলকাতার মহিলা চিকিৎসক। শরীরে বাসা বেঁধেছিল ভিনদেশি জোঁক। বিদেশ থেকে ফেরার মাসদেড়েক পর অসুস্থ হয়ে পড়েন ওই চিকিৎসক। জ্বর, সঙ্গে তলপেটে অসহ্য ব্যথা, মূত্রের সঙ্গে রক্তপাতও শুরু হয়। SSKM হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগে ধরা পড়ে চিকিৎসকের শরীরে আশ্রয় নিয়েছে সিস্টোসোমা হিমাটোবিয়াম নামে পরজীবী প্রোটোজোয়া। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কয়েকটি দেশে প্রাকৃতিক জলাশয় ও সুইমিং পুলের মধ্যে এরা বেড়ে ওঠে। কোনও ভাবে মানুষের শরীরে ঢুকে সেঁধিয়ে যায় মূত্রথলিতে। সেখানে ডিম পাড়ে। রক্ত খেয়ে বড় হয় লার্ভা। যেমনটা হয়েছে কলকাতার মহিলা চিকিৎসকের ক্ষেত্রে। ঠিক সময়ে ধরা পড়ায় প্রাণরক্ষা হয়েছে রোগিণীর। বিদেশ থেকে আনানো ওষুধে তিনি আপাতত সুস্থ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Maha Shivratri 2024: মহা সমারোহে শিবপুজো, ভক্তদের ঢল তারকেশ্বরে