কলকাতা: সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে জোড়া চার্জশিট পেশ দুই কেন্দ্রীয় এজেন্সির (ED On Sheikh Shahjahan)। জেলবন্দি জ্য়োতিপ্রিয় মল্লিকের মদতেই শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি ইডি-র (ED)। ২০১৩ সালের পর থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর মদতে শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখনও পর্যন্ত অন্তত ২৬১ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। সরবেড়িয়ার শেখ শাহজাহান মার্কেট সহ ২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও চার্জশিটে দাবি করেছে ইডি। বাড়িতে অস্ত্র ছিল, তথ্য লুকোতেই ইডি তল্লাশিতে গেলে দরজা খোলেননি শেখ শাহজাহান, পৃথক চার্জশিটে দাবি সিবিআইয়ের। শেখ শাহজাহানদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি অফিসারদের মারধরের মতো ধারা দিয়েছে সিবিআই। সিবিআইয়ের ৩৮ পাতার চার্জশিটে নাম রয়েছে মোট সাত অভিযুক্তের।


ইডির উপর হামলার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। মজুত থাকা অস্ত্র ইডির থেকে লুকোতেই পরিকল্পনা করে হামলা চালিয়েছিলেন। সন্দেশখালিকাণ্ডে চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। শেখ শাহজাহানের বাড়িতেই মজুত ছিল বিপুল পরিমাণে অস্ত্র। সেই কারণেই ED-কে বাড়িতে ঢুকতে দেননি তিনি।বাড়ির ভিতর থেকেই ফোন করে লোক জড়ো করেছিলেন শেখ শাহজাহান। সন্দেশখালিকাণ্ডে ৩৮ পাতার চার্জশিট পেশ করে, এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। 


৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। রক্তাক্ত হন ইডি আধিকারিকরা। কার্যত তাড়া করে মারতে মারতে, এলাকা ছাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের। তারপরই বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। ইডির উপর হামলার ৫৫ দিন পর ২৯ ফেব্রুয়ারি মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বসিরহাট আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআই দাবি করেছে, ইডির উপর হামলার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান।


আরও পড়ুন, TMC-র লুঠের ১৭ হাজার কোটি টাকা আমি মানুষকে ফিরিয়ে দিয়েছি : প্রধানমন্ত্রী


সেখান থেকেই ফোন করে হামলার উদ্দেশ্যে শাগরেদদের জড়ো করেন তিনি। এই ঘটনায় শেখ শাহজাহান তার ভাই শেখ আলমগির ও শেখ সিরাজউদ্দিন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা শেখ শাহজাহান মার্কেটের ম্য়ানেজার দিদার বক্স মোল্লা এবং সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার মোল্লার বিরুদ্ধে মারধর, হামলা, খুনের চেষ্টা, হিংসা ছড়ানো, ছিনতাই-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।