সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : নির্বাচনের মধ্যেই শোরগোল ফেলে দিয়েছে সন্দেশখালির মহিলাদের একের পর এক ভাইরাল ভিডিও। প্রথম ভাইরাল ভি়ডিওটি সামনে আনে তৃণমূলই। যেখানে স্থানীয় বিজেপি নেতাকেই বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা শুভেন্দু অধিকারীর পূর্ব পরিকল্পিত। এরপর বৃহস্পতিবার শোরগেল ফেলে আরও একটি ভিডিও। যা নিয়ে তুঙ্গে ওঠে তরজা। এরই মধ্যে আবার সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার হল।
ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় মাঝেই ফের সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার হল। অস্ত্র উদ্ধারের ছবি ভাইরাল হয়েছে । শুক্রবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের জেলিয়াখালিতে পিয়ারাখালি ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল। গ্রামবাসীদের অভিযোগ, সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। গ্রামবাসীরা একজোট হয়ে একজনের কাছ থেকে অস্ত্র কেড়ে নেন। পরে সন্দেশখালি থানার পুলিশ গিয়ে একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। অভিযুক্তরা পালিয়ে যায়। সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এরই মধ্যে রাজ্যে ভোট প্রচারে এসে সন্দেশখালি নিয়ে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রানাঘাটের সভায় দোষীদের উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি দেন তিনি। তবে নীরব রইলেন স্টিং অপারেশন নিয়ে। পাল্টা গোধরা ও পুলওয়ামার প্রসঙ্গ টেনে সন্দেশখালির ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
গত ২৬ এপ্রিল সন্দেশখালিতে শেখ শাহজাহানের শাগরেদের ডেরা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। দেশি-বিদেশি পিস্তল, রিভলভার, কার্তুজ তো বটেই, তল্লাশিতে কোল্ট অফিশিয়াল পুলিশ রিভলভারও মেলে বলে প্রেস রিলিজে জানায় সিবিআই। শুক্রবার অস্ত্র উদ্ধার অভিযানে সন্দেশখালিতে নামানো হয় NSG-র বিশেষ রোবট, যা এর আগে ভিন রাজ্য়ের বহু রুদ্ধশ্বাস অভিযানে দেখা গেছে। বিস্ফোরক খুঁজতে সন্দেশখালির বুকে চলে রোবট। যার পোশাকি নাম এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল রিমোট অপারেটিং সিস্টেম। উত্তরবঙ্গের তিন আসনে শুক্রবার ভোটের লাইনে দাঁড়িয়ে যখন লক্ষ লক্ষ মানুষ ভোট দেন, তখন
দক্ষিণবঙ্গের সন্দেশখালির সরবেড়িয়া থেকে তখন উদ্ধার হয় অস্ত্রের ভাণ্ডার। সেখানেই শেষ নয়, আবারও অস্ত্র উদ্ধারের ঘটনায় উত্তাপ ছড়াল সন্দেশখালিতে। তখন থেকেই বিরোধীদের প্রশ্ন , যার হদিশ পেল CBI, তার হদিশ কেন আগে পেল না পুলিশ?
আরও পড়ুন :