কলকাতা: সন্দেশখালি (Sandeshkhali Chaos) নিয়ে তৃণমূলকে আক্রমণের সুর আরও চড়াল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের (Ravishankar Prasad)। সন্দেশখালির মূল্য চোকাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মন্তব্য করেন তিনি। 


আক্রমণের সুর চড়াল বিজেপি: সন্দেশখালি নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। মহিলাদের উপর অত্যাচার থেকে ধর্ষণের মতো অভিযোগ সামনে এসেছে। এবার এই ইস্যুতে সরব হলেন বিজেপির আরও এক কেন্দ্রীয় নেতা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। এদিন রবিশঙ্কর প্রসাদ বলেন, 'সন্দেশখালির বিষয়টি ক্রমেই আরও মারাত্মক হচ্ছে। ওকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না? মমতাজি এখনও তাঁকে আড়াল করছেন? কেন, কী লুকোতে চান এবং কেন লুকোতে চান? একজন মহিলা মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য মহিলাদের সম্মান নিয়ে খেলছেন! কেন। ওনার বিবেক কোথায় গেল? কলকাতা থেকে মাত্র ৭৫-৮০ কিলোমিটার দূরে এটা হতে পারে কি, জমির দখল নেওয়া, বেদখল করা, মহিলাদের শ্লীলতাহানি।'


এদিকে আগামীকাল সন্দেশখালি যাচ্ছে জাতীয় ST কমিশন। তার আগে, বুধবার সন্দেশখালিকাণ্ড নিয়ে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা ও রাজ্য় পুলিশের DG রাজীব কুমারকে নোটিস পাঠাল জাতীয় তফসিলি উপজাতি কমিশন। নোটিসে বলা হয়েছে, সন্দেশখালিতে ঠিক কী ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে চায় কমিশন। এ সংক্রান্ত তথ্য়, এবং অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৩ দিনের মধ্য়ে জানাতে হবে কমিশনকে। সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত ভাবে তৎপর হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সন্দেশখালিতে যে সব অভিযোগ উঠেছে তাতে উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা এবং ডিজি রাজীব কুমারকে নোটিসও দেওয়া হয়েছে বলে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়েছে। রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তার থেকে চার সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে কমিশন। এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের এক সদস্য়ের নেতৃত্বাধীন টিম। সন্দেশখালিও যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদিকে, সন্দেশখালিতে ED-র ওপর হামলার ৪৮ দিন পর, এবং সন্দেশখালি থানায় মহিলাদের বিক্ষোভের ১৪ দিনের মাথায়, সন্দেশখালি গিয়েছেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার। জেলিয়াখালি, তুষখালি-সহ সন্দেশখালির একাধিক দ্বীপ লাগোয়া অঞ্চল প্রায় দেড়ঘণ্টা ধরে নদীপথে ঘুরে ঘুরে দেখেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Higher Secondary Examination 2024 : হার না মানা জেদ, প্রসবযন্ত্রণা নিয়েই হাসপাতালে বসে উচ্চমাধ্যমিক দিলেন মাম্পি !