সন্দেশখালি: সন্দেশখালির (Sandeshkhali Chaos) বেড়মজুরের ঝুপখালিতে আজও পুলিশের ক্যাম্পে জমা পড়ছে একের পর এক অভিযোগ। কেউ আসছেন শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি জবরদখল, হুমকির অভিযোগ নিয়ে। কেউ আবার অত্যাচারের অভিযোগ জানাতে এসেছেন। শুধু সন্দেশখালি নয়, এবার বাসন্তী থানা এলাকাতেও জমি দখলের অভিযোগ উঠল শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে। 


পুলিশের ক্যাম্পে অভিযোগের পাহাড়: এদিন বেড়মজুরের ঝুপখালিতে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি হুইল চেয়ারে চড়ে আসেন অভিযোগ জানাতে। অভিযোগ, তাঁর পৈতৃক মিষ্টির দোকান দখল করে নেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন। সেই অভিযোগই জানাতে এসেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, শেখ শাহজাহান, তাঁর ভাই শেখ সিরাজউদ্দিন এবং সিরাজ-ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বিরুদ্ধে গতকাল ৭৩টি অভিযোগ জমা পড়েছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অশান্তি এড়াতে বেড়মজুর এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।  


জমি জবরদখলের অভিযোগ: অন্যদিকে, বাসন্তীর (Basanti) সরবেড়িয়া পুরাতন বাজারে ৯ বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখল করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করায় স্থানীয় পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করার হুমকি দেয় শেখ শাহজাহান বাহিনী। ৫২ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান। তাঁর শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দাররা গ্রেফতার হয়েছেন। এই পরিস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস পেয়েছেন বাসন্তীর এই বাসিন্দা।


শেখ শাহজাহানকে নিয়ে যখন ক্রমেই বড় হচ্ছে অভিযোগের তালিকা, তখন ফের সন্দেশখালিকাণ্ডে আরও এক বিরোধী নেত্রী গ্রেফতার হলেন। সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হল ISF নেত্রী আয়েশা বিবি। এদিন সকালে তাঁকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। পুলিশের দাবি, সন্দেশখালিতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে ইন্ধন রয়েছে মিনাখাঁর বাসিন্দা এবং ISF-এর মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্য আয়েশা বিবির। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহ। তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার ও ব্লক সভাপতি শিবু হাজরাকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে ৫২ দিন ধরে অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর, নাকা তল্লাশির নির্দেশ কমিশনের