ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শেখ শাহজাহানের গ্রেফতারির (Sheikh Shahjahan Arrest) পর ২৩টি জায়গায় ১৪৪ ধারা জারি। শেখ শাহজাহানকে গ্রেফতারির পর এই প্রথম সন্দেশখালি ১ নম্বর ব্লকেও জারি করা হল ১৪৪ ধারা। তৃণমূল নেতার বাড়ি সংলগ্ন এলাকা-সহ ৮টি গ্রাম পঞ্চায়েতের ২৬টি জায়গায় ৩ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর পাশাপাশি, সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের ২৩টি এলাকায় ৩ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এর মধ্যে কয়েকটি এলাকার ১৪৪ ধারা মেয়াদ বাড়ানো হয়েছে। সন্দেশখালির দুটি ব্লক মিলিয়ে ৪৯টি এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।  


শেখ শাহজাহানের গ্রেফতারির পর ১৪৪ ধারা: ED-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির শেখ শাহজাহান। আর এই গ্রেফতারির পরই সন্দেশখালির একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতে সুন্দরীখালি, দিঘিরপাড়, ছোট বিটপোল, সরবেড়িয়া পুরাতন বাজার, সরবেড়িয়া মোড়, ট্যাংরাখালি এলাকা। হাটগাছি গ্রাম পঞ্চায়েতের হাটগাছি, গাজিখালি, রাজবাড়ি হাসপাতাল মোড়, কানমারি বাজার, ভাঙ্গিপাড়া। বয়ারমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়িহাট, ঢাকনামারি, মাঠবারলি। বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে সিংপাড়া, খাস শাকদহ, তালতলা, বয়ারমারি বাজার। ন্যাজাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর বউনিয়া। ন্যাজাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মেটিয়াখালি, ন্যাজাট বাজার, দুখিরামপোল। কালীনগর গ্রাম পঞ্চায়েতের কালীনগর বাজার, পুটিমারি গ্রাম। সেহারা-রাধানগর গ্রাম পঞ্চায়েতের সেহারা-রাধানগর গ্রাম পঞ্চায়েত অফিস এলাকা, ছেড়াখাড়ি মোড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। 


জারি হয়েছে ১৪৪ ধারা: সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনা ঘাট, ভোলাখালি ঘাট, সন্দেশখালি ঘাট ও পাত্রপাড়া, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, দাউদপুর ও ডুগডুগি বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া বাজার, খুলনা বাজার ও হাটগাছা বাজার, বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, আতাপুর, পোলপাড়া ও রামপুর, জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের আজিজের ঘাট, পিঁপড়েখালি ঘাট ও হালদার পাড়া, বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল, বটতলা ও কাছারি ঘাট, মণিপুর গ্রাম পঞ্চায়েতের গোপালের ঘাট এবং কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের ধুচনিখালি বাজার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন:  Sandeshkhali Update: ধামাখালি থেকে বার্জ চালানোর ব্যবস্থা, সন্দেশখালির জলপথ পরিবহণ ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ