ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সন্দেশখালি: সন্দেশখালির (Sandeshkhali) জলপথ পরিবহণ ব্যবস্থাকে (Transport System) আরও উন্নত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে ধামাখালি থেকে সন্দেশখালি পর্যন্ত আধুনিক বার্জ চালানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, পরিকল্পনা রূপায়ণে শুরু হয়েছে সার্ভের কাজ।
পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করার উদ্যোগ: নদী ঘেরা সন্দেশখালি, মূল ভূখণ্ড থেকে সেখানে পৌঁছনোর একমাত্র উপায় জলযান। অভিযোগ, এই সুযোগেই সন্দেশখালিতে কার্যত সাম্রাজ্য কায়েম করে রেখেছিলেন শেখ শাহজাহান ও তাঁর দলবল। প্রশাসন সূত্রের খবর, সন্দেশখালিকে তাই মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে ধামাখালি থেকে আধুনিক বার্জ চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মানচিত্রে নজর রাখলেই বোঝা যাবে যে, ধামাখালি হয়ে বড় হাসপাতাল বা অফিস-আদালত, কোথাও পৌঁছতে নদী পেরিয়েই যেতে হয় সন্দেশখালির বাসিন্দাদের। এদিকে, সন্দেশখালির বিভিন্ন গ্রামের মধ্যে যাতায়াতের জন্য একমাত্র ভরসা টোটো আর বাইক। হয়রানির এই ছবিটা বদলে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।গঙ্গাসাগর যাওয়ার পথে যেভাবে কচুবেড়িয়া-সহ বিভিন্ন জেটিঘাটগুলিকে ঢেলে সাজানো হয়েছে, ঠিক সেভাবেই সন্দেশখালির নদী ঘাটকেও উন্নত করা হবে। পাশাপাশি গ্রামের ভিতরে অপরিসর রাস্তাগুলিকে চওড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।
এদিকে ED-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। পুলিশ সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ধৃত তৃণমূল নেতাকে ভোরেই নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। সেখানেই কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। তাঁর বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে। গত কয়েকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরা। বারবার শেখ শাহজাহানের গ্রেফতারি দাবি করছিলেন তাঁরা। গতকাল সন্ধে থেকেই তৃণমূল নেতার খাস তালুক সরবেড়িয়া থেকে শুরু করে সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাজুড়ে চাপা উত্তেজনা ছিল। এরপরই খবর আসে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।