সমীরণ পাল, সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে ইডির ওপর হামলায় ঘটনায় অবশেষে গ্রেফতার। ঘটনার ৭ দিন পর পুলিশের হাতে গ্রেফতার ২। মেহবুব মোল্লা ও সুকমল সর্দার নামে ২ জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় ২ জনকে। আজই তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেশখালিকাণ্ডে এখনও অধরা শেখ শাহজাহান।


গত শুক্রবারে ED-র ওপর ভয়ঙ্কর হামলা। একসপ্তাহ পরে, এই শুক্রবার, সেই ঘটনায় প্রথম গ্রেফতারি হল। স্থানীয়স্তরে যারা শাহজাহান-বাহিনীর লোক বলেই পরিচিত। সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডি-র ওপর ভয়ঙ্কর হামলার ৭ দিন পর, তীব্র বিতর্কের আবহে, অবশেষে, ২ জনকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার পুলিশ! কিন্তু, হামলার মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায়? কোন অন্তরালে? কার নিরাপদ আশ্রয়ে?


ন্যাজাট থানা সূত্রের খবর, ED-র ওপর হামলার ঘটনায় ধৃত ২ ব্যক্তির নাম মেহবুর মোল্লা ও সুকমল সর্দার। সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই দু-জনের বাড়ি। শুক্রবার ভোরে, ন্যাজাটের ছোট আজপাড়ার একটি ভেড়ি থেকে, পুলিশ ২ জনকে গ্রেফতার করে।


কিন্তু, ED-র ওপর হামলার ঘটনার এক সপ্তাহ হয়ে গিয়েছে। রাজ্যপালের গ্রেফতারির বার্তা দেওয়ার ৭ দিন হয়েও গেল। পাশাপাশি, রাজ্য পুলিশের DG-র কড়া পদক্ষেপের আশ্বাসের পরে ৬ দিন পেরিয়ে গেল। কিন্তু, ঘটনার মাস্টারমাইন্ড, অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ধরতেই পারল না পুলিশ।


এদিকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, 'কেন (শেখ শাহজাহানকে) ধরতে দেরি হচ্ছে, তার কারণও ব্যাখ্যা করেছে রাজ্য সরকার। আমি তাতে সন্তুষ্ট। যেহেতু তদন্ত চলছে, তাই এবিষয়ে বিশদে যেতে চাইছি না।'


আদালতে ED-র দাবি, রেশন দুর্নীতির অঙ্কটা প্রায় ১০ হাজার কোটি টাকার! যার জালে জড়িয়ে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক! হাইপ্রোফাইল সেই মামলারই তদন্তে, গত শুক্রবার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে  অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন ইডির অফিসাররা।


সেই ঘটনায় চারপাশে যখন পুলিশের সমালোচনা হচ্ছে। ঠিক তখন রাজ্য পুলিশের ডিজির বার্তা শুনে অনেকেই মনে করেছিলেন, শেখ শাহজাহানের গ্রেফতারি স্রেফ সময়ের অপেক্ষা। ডিজিপি রাজীব কুমার বলেছিলেন, 'যিনিই আইন হাতে তুলে নিয়েছেন তাঁর বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব।আইন যেই ভেঙে থাকুক না কেন।'


কিন্তু, বাস্তবে শেখ শাহজাহান কোথায় - ৭ দিন পরও পুলিশ তা খুঁজে বের করতে পারেনি। অন্তরালে বসে আত্মপক্ষ সমর্থনে অডিও বার্তা দিয়েছেন শেখ শাহজাহান। তৃণমূলের সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো থেকে গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী, তাঁকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন! তাই বিরোধী দলগুলি কটাক্ষের সুরে প্রশ্ন তুলছে, শাসকদলের আশ্রয়ে থাকা শেখ শাহজাহানকে কী করেই বা ধরবে পুলিশ?


আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের