কলকাতা : সন্দেশখালিকাণ্ডে ( Sandeshkhali Case ) সুমন দে-র ( ABP Ananda Senior Vice President Suman De ) বিরুদ্ধে পুলিশের এফআইআর ( FIR ) । মামলায় জোর ধাক্কা খেল রাজ্য। জয় পেল এবিপি আনন্দ( ABP Ananda)। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court )। গোটা তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিলেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। 

যে ধারায় মামলা হয়েছে, সেটার গ্রহণযোগ্যতা নেই, মন্তব্য হাইকোর্টের। রাজ্য এটা অস্বীকার করতে পারবে না যে, চ্যানেল সঙ্গে সঙ্গে ভুল শুধরে বারবার সম্প্রচার করেছে, মন্তব্য করেন বিচারপতি। সওয়াল জবাবের সময় আবেদনকারীর আইনজীবীর কাছে এফআইআর দেখতে চান বিচারপতি। 'রাত ৮টায় প্রথম সম্প্রচারিত হয়, আর ওইদিন রাত থেকেই ভুলস্বীকার করে ক্ষমাপ্রার্থনা করে নতুন সংবাদ পরিবেশনা শুরু হয়' আদালতে সওয়াল করেন আইনজীবী রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায়। 


বিচারপতি আরও বলেন, বারবার যদি কেউ অবস্থান স্পষ্ট করে ক্ষমা চায়, তাহলে তার যে কোনও অসৎ উদ্দেশ্য ছিল না, সেটা পরিষ্কার হয়ে যায়। বিচার পতির প্রশ্ন, অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবেন? তিনি আরও বলেন, 'পৃথিবীতে ঘটে চলা সব ঘটনার সঙ্গে কি সব ঘটনার সম্পর্ক থাকে?'
প্রমাণ করতে হবে তো কোন ঘটনার সঙ্গে কার সম্পর্ক রয়েছে।                   


এই মামলায় বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ :



  • অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবেন ? - প্রশ্ন মাননীয় বিচারপতির।

  • পৃথিবীতে ঘটে চলা সব ঘটনার সঙ্গে কি সব ঘটনার সম্পর্ক থাকে। প্রমাণ করতে হবে তো কোন ঘটনার সঙ্গে কার সম্পর্ক রয়েছে। - মন্তব্য মাননীয় বিচারপতির।

  • এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দের বিরুদ্ধে গোটা তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ।    






আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর পশ্চিমবঙ্গ সরকারের আক্রমণ ভোঁতা হয়ে গেছে' হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাই, সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু ।