শিবাশিস মৌলিক, সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: শুভেন্দুর সফরের দিনই সন্দেশখালিতে CBI। সন্দেশখালিকাণ্ডে বিজেপির মহিলা কর্মীর বয়ান নিল CBI.শাহজাহানের অত্য়াচার নিয়ে বিজেপি কর্মীর বয়ান রেকর্ড। 'শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। আমরা চাই না শাহজাহান জেলের বাইরে বের হোক', CBI-এর কাছে বয়ান রেকর্ড নিয়ে দাবি বিজেপি কর্মীর। ধামাখালির গেস্ট হাউসে অভিযোগকারিণীর বয়ান রেকর্ড।

আরও পড়ুন, 'সিঁদুর নিয়ে নাটক করছে BJP, গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং..', ! বিতর্কিত মন্তব্য TMC MLA-র

 এদিন বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী, 'শাহজাহানের দাদাগিরি অতীত করেছি। অতীতই থাকবে।  আমার ছাল চামড়া তুলবে বলেছিল শাহজাহান,  তিনবার সরবেরিয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি।' সন্দেশখালি দু'নম্বর ব্লকের কানমারিতে দাঁড়িয়ে রবিবার বর্তমানে বহিষকৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আর প্রায় একইসময়ে শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তে সন্দেশখালিতে পৌঁছে গেল সিবিআই।  

সন্দেশখালি বিজেপি কর্মী ঝুমা মণ্ডল বলেন, আমরা চাই শাহজাহানের ফাঁসি হোক।  আমরা চাই শাহজাহানের ফাঁসি হোক। মঞ্চ থেকে বিরোধী দলনেতা যখন শেখ শাহজাহানকে একের পর এক আক্রমণ করেছেন, তখন সেখান থেকে ২০ কিলোমিটার দূরে, তাঁর বিরুদ্ধেই দায়ের হওয়া মামলার বয়ান নিতে পৌঁছে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

 ২০২৪ সালের ৫ জানুয়ারি, রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয় ED। তার পর থেকে সামনে আসে সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের একের পর এক কীর্তি! মহিলাদের ওপর অত্যাচার থেকে জমি দখল, গুচ্ছ গুচ্ছ অভিযোগ ওঠে শাহজাহান অ্যান্ড কোং-এর বিরুদ্ধে। একাধিক মামলা দায়ের হয়। তেমনই একটি মামলায় সন্দেশখালির দাউদপুরের বাসিন্দা এবং অভিযোগকারী ঝুমা মণ্ডলের বয়ান রেকর্ড করতে তাঁর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। 

কিন্তু বিজেপি কর্মী ঝুমা সেইসময় ছিলেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের কানমারিতে শুভেন্দু অধিকারীর সভায়। ফলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন সিবিআই আধিকারিকরা। তারপর তারা ফিরে আসেন ধামাখালিতে। একটি বেসরকারি গেস্টহাউসে লাঞ্চ সারেন।দলীয় কর্মসূচি সেরে সেখানেই পৌঁছন বিজেপি কর্মী। তারপর গেস্ট হাউসে বসে তাঁর বয়ান রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা। শুভেন্দু অধিকারীর সভায় তারা ব্যস্ত থাকার কারণে দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করেন। তারপর ধামাখালিতে একটি গেস্টহাউসে তাঁর বয়ান নথিভুক্ত করেছেন তারা। তিনি জানিয়েছেন শেখ শাহজাহানের বিষেয়ই কথা হয়েছে। 

সন্দেশখালি  বিজেপি কর্মী  ঝুমা মণ্ডল বলেন, অভিযোগ অনেকদিন আগে থেকে জানানো ছিল। ওনারা আমার সঙ্গে কথা বলতে এসেছিল, একদম একান্ত এবং সেটা আমি একান্তভাবেই বলেছি। আমি এটা বলতে পারব না। ' শাহজাহানের কেসে আপনারা কি বিচার পাওয়ার দিকে এগোচ্ছেন? এবিপি আনন্দ-র প্রশ্নের উত্তরে তিনি বলেন, একদম, একদম, একদম। সিবিআইয়ের অফিসে বা সিবিআইকে এটা জানানো হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে। সেভাবে শাহজাহানকে জেলে রাখা, জেলে আছে এবং শাহজাহান সাজা পাবে। তাঁর সাজা আমরা চাই ফাঁসি।'